শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে লোকসভার নির্বাচনে ভোটযুদ্ধ শুরু

zmnভারতের ১৬তম লোকসভা নির্বাচনের নয় পর্বের ভোটের প্রথম পর্ব চলছে। প্রথম দিনে ভোট হচ্ছে ছয়টি আসনে। আসামের মোট ১৪ আসনের মধ্যে পাঁচটি এবং ত্রিপুরার দুটি আসনের মধ্যে একটিতে ভোট হচ্ছে। এক মাসের বেশি সময় ধরে চলা ভোট উত্সবের শেষ পর্ব আগামী ১২ মে। ভোট গণনা ১৬ মে। আসামের রাজ্য ক্ষমতা বর্তমানে কেন্দ্রের ক্ষমতাসীন দল কংগ্রেসের দখলে। রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। সেখানকার তেজপুর, কোলিয়াবোর, জোড়হাট, ডিব্রুগড় ও লাখিমপুর আসনে আজ ভোট হচ্ছে।

কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি (বিজেপি), তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি (এএপি), অসম গণপরিষদ (এজিপি), কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্ক্সবাদী) বা সিপিআই (এম), অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ) এবং সমাজবাদী পার্টিসহ (এসপি) আরও কয়েকটি দলের মোট ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসামের পাঁচটি আসনে আট হাজার ৫৮৮টি কেন্দ্রে ভোট হচ্ছে। সব কটি কেন্দ্রই ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। আসামে পরের দফায় ১২ এপ্রিল ভোট হবে।

ত্রিপুরা রাজ্যে লোকসভার আসন মাত্র দুটি। এর একটি পশ্চিম ত্রিপুরা আসনে আজ ভোট হচ্ছে। মোট প্রার্থী ১৩ জন। অন্য আসনে ভোট হবে ১২ এপ্রিল।

পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় মোট আসন ৫৪৩টি। জনসংখ্যা এখন প্রায় ১২৭ কোটি। ভোটার সংখ্যা ৮১ কোটি ৪৫ লাখ।