রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিবন্ধী স্কুলে আন্তর্জাতিক স্পেশাল অলিম্পিকস কর্মকর্তা

PC Brahmanbaria ব্রাহ্মণবাড়িয়া শহরের আসমাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী স্কুল পরিদর্শন করেছেন আন্তর্জাতিক স্পেশাল অলিম্পিকস কমকর্তা অস্ট্রেলিয়ার উন্নয়ন ও সমাজকর্মী রোজার উইলিয়ামস।

রোববার সকালে তিনি এ স্কুল পরিদর্শনে আসেন। এসময় তিনি প্রতিবন্ধীদের কল্যাণে বাংলাদেশ সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন।

 সকালে রোজার উইলিয়ামস ওই বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষক-শিক্ষার্থীরা তাকে বরণ করে নেন। পরে তিনি পুরো বিদ্যালয় ও এর প্রতিবন্ধী সেবা কেন্দ্রটি পরিদর্শন করেন। এসময় সুইড ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আল মামুন সরকার উপস্থিত ছিলেন। 

পরে বিদ্যালয় কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আল মামুন সরকার। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সুইড বাংলাদেশের সভাপতি জওয়াহেরুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত। 

এর আগে রোজার উইলিয়ামস কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার ও মৌলভীবাজার জেলার বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।