শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কসবা সীমান্ত হাট বৃহস্পতিবারের পরিবর্তে বসবে রোববার

Border-Hatকসবা সংবাদদাতা : ভারত বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কমলাসাগর এবং বাংলাদেশের ব্রাহ্মাণবাড়িয়ার কসবা উপজেলার তারাপুর সীমান্ত হাটের হাটবার পরিবর্তন হয়েছে। বৃহস্পতিবারের পরিবর্তে রোববার বসবে কসবা সীমান্তের এ হাট। আগামী ২৪ জানুয়ারি থেকে রোববার থেকে এ হাটবার কার্যকর হবে। শনিবার (১৬ জানুয়ারি) সীমান্ত হাটের সম্মেলন কক্ষে দু‘দেশের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট (এডিএম) পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
২১ ফেব্রুয়ারি আন্তজার্তিক মাতৃভাষা দিবস সীমান্ত হাটে দু‘দেশ যৌথভাবে পালনের নীতিগত সিদ্ধান্ত হয়। পরবর্তী বৈঠকে অনুষ্ঠানের কর্মসূচী চুড়ান্ত করা হবে।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন; ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামছুল হক, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনিছুল হক ভূইয়া, কসবা পৌরসভার মেয়র মুহাম্মদ ইলিয়াছ, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম আলী আফরোজ, নির্বাহী হাকিম ইয়াছমিন আক্তার, কসবা থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন আহাম্মদ, বিজিবির কম্পানী কমান্ডার সুবেদার আবু ছাইদ।
ভারতের পক্ষে উপস্থিত ছিলেন, সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দিলীপ কুমার চাকমা, বিশালঘর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন দুলন সরকার হাজারী, কমলাসাগর বিএসএফ কমান্ডার আনন্দ বর্ধন, বিশালঘর থানার ওসি কান্তি লাল বৈধ। হাটে ভারতের লোকজন বৃদ্ধির জন্য বৃহস্পতিবারের পরিবর্তে সাপ্তাহিক ছুটির দিন রোববার করার সিদ্ধান্ত হয়েছে।

এ জাতীয় আরও খবর