রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ সব আলো নিভে যাবে এক ঘণ্টা জন্য

আন্তর্জাতিক ডেস্ক : জলবায়ু পরিবর্তন এবং প্রকৃতি রক্ষায় সচেতনতা সৃষ্টির প্রয়াসেই আজ এক ঘণ্টা বাতি জ্বলবে না পৃথিবীর বিখ্যাত সব স্থাপনাসহ কোটি মানুষের বাড়িতে। এই একটা ঘণ্টা শুধু পৃথিবীর জন্য।



আজ ১৫০ টিরও বেশি দেশের প্রায় সাত হাজার শহরে ‘ডব্লিউডব্লিউএফ’ বা ‘ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারে’র আহ্বানে এই ‘আর্থ আওয়ার’ পালিত হবে বিভিন্ন দেশের স্থানীয় সময় রাত ৮:৩০ থেকে ৯:৩০ মিনিট পর্যন্ত। ‘দ্য গার্ডিয়ান’ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।



পৃথিবীর বিখ্যাত বিখ্যাত স্থাপনা যেমন সিডনির অপেরা হাউস, প্যারিসের আইফেল টাওয়ার, মস্কোর রেড স্কয়ার ও ক্রেমলিন, নিউইয়র্কের আম্পায়ার স্টেট বিল্ডিং, বার্লিনের ব্রানডেনবুর্গার গেট, ইস্তাম্বুলের বসফরাস সেতু কিংবা দুবাইয়ের বুর্জ আল খলিফারতেও তাদের মনোমুগ্ধকর আলোকসজ্জা নিভিয়ে রাখবেন।



আলো কমিয়ে রাখে এই কর্মসূচিকে সমর্থন প্রকাশে করবেন যুক্তরাজ্যের বাকিংহাম প্রাসাদ, হাউস অব পার্লামেন্ট, টাওয়ার ব্রিজসহ লন্ডন আই।



আর দেশটির প্রায় এক কোটি মানুষও আর্থ আওয়ার-এ অংশ নিতে নির্ধারিত এক ঘণ্টার জন্য নিভিয়ে রাখবেন বাড়িঘরের বাতি।  



এ বছর অষ্টম বছরে পা দিচ্ছে 'আর্থ আওয়ার'। এবার এমন সময়ে এই আর্থ আওয়ার পালিত হচ্ছে যার ঠিক দুই দিন পরই জাপানের টোকিওতে ‘আইপিসিসি’-এর (ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ) সম্মেলনে বিশ্বের শীর্ষ বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছেন।

গত বছর ১৫৪টি দেশের ৭ হাজার শহর-নগর এই কর্মসূচিতে অংশ নিয়েছিল।