বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নবীনগরে পরিত্যক্ত অবস্থায় এয়ারগান ও গুলি উদ্ধার

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পরিত্যক্ত অবস্থায় এয়ারগান ও গুলি উদ্ধার করেছে র‍্যাব। সোমবার ভোর ৫ টার দিকে নবীনগর উপজেলার শ্যামগ্রাম শ্রীঘর এলাকা থেকে এ এয়ারগান ও গুলি উদ্ধার করা হয়।

সোমবার দুপুর সাড়ে ৩ দিকে র‍্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, নবীনগর উপজেলার শ্যামগ্রাম শ্রীঘর এলাকায় অস্ত্র রয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শ্রীঘর পুকুরপাড়ের পাশে তল্লাসী করে সাদা রংয়ের বস্তার ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি এয়ারগান ও কালো রংয়ের ছোট কাপড়ের ব্যাগের ভিতর থেকে ৭২০টি এয়ারগানের গুলি উদ্ধার করা হয়। এ সময় কাউকে পাওয়া যায়নি। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর