সোমবার, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৪ বছর পর ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা, সংঘর্ষে আহত ১০

news-image

শরীয়তপুর প্রতিনিধি : দীর্ঘ চার বছর পর শরীয়তপুর জেলা ছাত্রদলের ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। আজ মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন করা হয়।

ওই কমিটি ঘোষণার পরপরই দুই পক্ষের মাঝেই শুরু হয় পাল্টাপাল্টি বিরোধ। ঘোষণার পরপরই একটি অংশ আনন্দ মিছিল করে এবং আরেকটি অংশ বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। পরে পালং থানার সামনে দুই পক্ষের মাঝে সংঘর্ষ বাধে। এতে পথচারীসহ অন্তত ১০ জন আহত হন।

শরীয়তপুর জেলা ছাত্রদল সূত্রে জানা যায়, ২০২১ সালে শরীয়তপুর জেলা ছাত্রদলের কমিটি ভেঙে দেওয়া হয়। চার বছর পর আজ এইচ এম. জাকিরকে আহ্বায়ক এবং মো. সোহেল তালুকদারকে সদস্যসচিব করে শরীয়তপুর জেলা ছাত্রদলের ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদল। কমিটিতে ১৬ যুগ্ম আহ্বায়ক ও ১৭ সদস্যসহ মোট ৩৫ জন স্থান পায়।

কমিটি ঘোষণার খবর ছড়িয়ে পড়ার পর বেলা ১১টার দিকে ছাত্রদলের একটি অংশ শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের করে এবং মাদারীপুর-শরীয়তপুর সড়কের কোর্ট এলাকায় বসে পড়ে সড়ক অবরোধ করে। বিক্ষোভকারীদের হাতে লাঠি, ঝাড়ু ও জুতা দেখা যায়। অপর অংশ বিকেল ৬টার দিকে কমিটির পক্ষে আনন্দ মিছিল বের করে এবং বিপক্ষ গ্রুপ লাঠি-সোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল বের করে।

এ সময় পালং থানার সামনে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এতে অন্তত ১০ জন আহত হয়। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক পান্থ তালুকদার অভিযোগ করে বলেন, ‘যারা দীর্ঘ দিন মামলা-হামলার মধ্যে থেকেও ছাত্রদলের জন্য কাজ করেছে, তাদের মতামত উপেক্ষা করে কমিটি গঠন করা হয়েছে। একজন বিবাহিত, চাকরিজীবী ও বয়স্ক ব্যক্তিকে আহ্বায়ক করার চেয়ে প্রহসন আর কিছু হতে পারে না।’

নতুন কমিটির আরেক যুগ্ম আহ্বায়ক ইসাহাক সরদার বলেন, ‘কমিটিতে অনেকেই এখন ছাত্রই নন। যাকে আহ্বায়ক করা হয়েছে, তার পরিবারের সদস্যরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এমন বিতর্কিত ব্যক্তিদের বাদ দিয়ে নতুন কমিটি গঠন করতে হবে, নতুবা আমরা আরও কঠোর কর্মসূচির দিকে যাব।’

শরীয়তপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি বাবু মাদবরও বিক্ষোভে অংশ নিয়ে একই ধরনের অভিযোগ করেন।

এ বিষয়ে নতুন কমিটির আহ্বায়ক এইচ এম জাকির বলেন, ‘দীর্ঘ চার বছর ধরে শরীয়তপুর জেলা ছাত্রদলের কোনো কমিটি ছিল না। সংগঠনের অচলাবস্থা কাটিয়ে মেয়াদোত্তীর্ণ ইউনিট কমিটি গঠন এবং সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করাই আমাদের মূল দায়িত্ব। নতুন কমিটি ঘোষণার পর কেউ কেউ কাঙ্ক্ষিত পদ না পেয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছেন। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছি।’

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় থানার ভিতর দিয়ে বিভিন্ন স্থানে পালিয়ে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

এ জাতীয় আরও খবর

টিউলিপকে তলব, ৫ ঠিকানায় গেল চিঠি

কক্সবাজারে হোটেল থেকে ৪৮ তরুণ-তরুণী আটক

পাচারের টাকা উদ্ধারে ব্রিটিশ আইনজীবী নিয়োগ করা হয়েছে: বিবিসিকে ড. ইউনূস

হজ শেষে ফিরেছেন ২০৫০০ জন

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকেও জড়াতে চায় ইসরায়েল

বড় ধরনের অঘটন ছাড়াই কেটেছে ছুটির ১০ দিন

তেহরানে নতুন করে বিস্ফোরণ, বাসিন্দাদের এলাকা ছাড়ার আহ্বান ইসরায়েলের

প্রযোজককে অপহরণ করে ২৩ লাখ টাকা নিয়েছেন নায়িকা পূজা!

সাবেক এমপি রিফাত আমিনের বাড়িতে অভিযান, অস্ত্র-মাদকসহ ছেলে আটক

প্রথম দিনের অনুশীলনে নেই মিরাজ

হঠাৎ উত্তপ্ত প্রেস ক্লাব, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের

জন্ম নিবন্ধন সনদসহ জরুরি সেবা চালু থাকবে, আন্দোলনও চলবে