রবিবার, ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৮ তলা থেকে লাফিয়ে আত্মহত্যা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক রণক্ষেত্র

news-image

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে কান ধরে উঠ-বস করানোর অপমান সইতে না পেরে আটতলা ভবনের ছাদ থেকে লাফিয়েএক শ্রমিক আত্মহত্যা করে।

গতকাল সোমবার রাতে উপজেলার নয়নপুর এলাকার জিন্নাত নিট ওয়্যার লি: নামক কারখানায় এ ঘটনা ঘটে। লাফিয়ে মৃত্যুবরণ করা মো. জাকির হোসেন (২৫) নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বাদেচিরাম গ্রামের মোক্তার উদ্দিনের ছেলে। তিনি জিন্নাত নীটওয়্যার লি: কারখানায় শ্রমিকের কাজ করতেন।

জানা যায়, ডিবিএল গ্রুপের জিন্নাত নিটওয়ার লি: নামক কারখানার ইমপোর্টার জাকির হোসেন কারখানার ৮ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। মঙ্গলবার সকালে কারখানার শ্রমিকরা কাজে এসে ঘটনা জানতে পেলে বিক্ষোব্ধ হয়ে ওঠেন।

এ ঘটনার বিচারের দাবিতে ওই কারখানার শ্রমিকরা আজ সকালে উপজেলার নয়নপুর এলাকায় কারখানা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ব্যাপক ভাঙচুর করে। এতে ওই মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয়। শ্রমিক-পুলিশের মধ্যে ধাওয়ার পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃংখলা বাহিনী লাঠিচার্জ, গুলি, টিয়ার সেল নিক্ষেপ করে। এ সময় ১০ পুলিশসহ অন্তত শতাধিক শ্রমিক আহত হন। খবর পেয়ে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে ক্ষুব্ধ শ্রমিকরা শিল্প পুলিশের একটি এপিসি ভাঙচুর করেন। দুপুর ১২টার সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছিল। পুলিশের ধাওয়ায় পুরো এলাকা পুরুষ শূন্য হয়ে পড়ে।

শ্রমিকরা জানান, সোমবার সন্ধ্যার দিকে জাকির হোসেন অসুস্থতার জন্য একদিনের ছুটি নেন। ছুটি শেষে কারখানায় এলে উর্ধতন কর্তৃপক্ষ তাকে সকল শ্রমিকের সামনে কান ধরে উঠবস করান। অপমানে তিনি কারখানার ৮ তলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। এর প্রতিবাদ ও বিচারের দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করি। পুলিশ আমাদের উপর লাঠিচার্জ শুরু করে। আমাদের দিকে টিয়ারসেল নিক্ষেপ করে, গুলি চালায়। এতে আমাদের শতাধিক শ্রমিক আহত হন। সীমানা প্রাচীর টপকে পালিয়ে যাওয়ার সময় অনেকেই আহত হন।

শ্রমিকরা আরও জানান, শ্রমিকদের উপর অমানসিক নির্যাতন চালায় আইন শৃংখলা বাহিনী। অনেক শ্রমিক আশপাশের বাসাবাড়িতে আশ্রয় নেন। সেখানেও হামলা চালায় পুলিশ। এছাড়া অনেক শ্রমিককে আটক করে পুলিশ।

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা জুবায়ের এম বাশার বলেন, ‘একজন শ্রমিক আত্মহত্যা করছে এটা জানি। এর জেরে শ্রমিকরা কারখানা ব্যাপক ভাংচুর করেন। উত্তেজনা চলছে। এ বিষয়ে পরে কথা বলতে পারব।’

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘সকাল থেকেই পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। ১১ জন পুলিশ সদস্য আহত হয়েছে। তবে কোনো গুলির ঘটনা ঘটেনি। এই মুহূর্তে কতজন শ্রমিক আটক করা হয়েছে তা বলা সম্ভব না। বিক্ষুব্ধ শ্রমিকরা শিল্প পুলিশের একটি এপিসি গাড়ি ভাঙচুর করেছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

 

এ জাতীয় আরও খবর

টিউলিপকে তলব, ৫ ঠিকানায় গেল চিঠি

কক্সবাজারে হোটেল থেকে ৪৮ তরুণ-তরুণী আটক

পাচারের টাকা উদ্ধারে ব্রিটিশ আইনজীবী নিয়োগ করা হয়েছে: বিবিসিকে ড. ইউনূস

হজ শেষে ফিরেছেন ২০৫০০ জন

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকেও জড়াতে চায় ইসরায়েল

বড় ধরনের অঘটন ছাড়াই কেটেছে ছুটির ১০ দিন

তেহরানে নতুন করে বিস্ফোরণ, বাসিন্দাদের এলাকা ছাড়ার আহ্বান ইসরায়েলের

প্রযোজককে অপহরণ করে ২৩ লাখ টাকা নিয়েছেন নায়িকা পূজা!

সাবেক এমপি রিফাত আমিনের বাড়িতে অভিযান, অস্ত্র-মাদকসহ ছেলে আটক

প্রথম দিনের অনুশীলনে নেই মিরাজ

হঠাৎ উত্তপ্ত প্রেস ক্লাব, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের

জন্ম নিবন্ধন সনদসহ জরুরি সেবা চালু থাকবে, আন্দোলনও চলবে