শনিবার, ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরায় ট্রেনের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় কেএম মুনসুর আলী সুমন (৪০) নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। গতকাল শনিবার দিনগত রাতে উত্তরা ৪নং সেক্টর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজ রোববার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মনসুর আলী দক্ষিণখান থানায় উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি পাবনার আমিনপুর উপজেলার ভাটি কয়া গ্রামের মো. মনোয়ার আলীর ছেলে। তবে মিরপুরের পল্লবী বাইগারটেক নিজ বাড়িতে পরিবার নিয়ে থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে বিমানবন্দর রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, ‘গতকাল শনিবার উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য আজ রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এসআই আরও বলেন, ‘প্রাথমিকভাবে জানা যায় শনিবার রাত সাড়ে ৯টার দিকে উত্তরা ৪নং সেক্টর ১০নং রোড ও আজমপুর মধ্যবর্তী স্থানে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ঐ হাসপাতাল থেকে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকে পাঠানো হয়েছে।’

মুনসুর আলীর চাচাতো ভাই সাকিবুল ইসলাম বলেন, ‘তার ভাই দক্ষিণখান থানায় কর্মরত ছিলেন। গতকাল রাতে ডিউটি শেষ করে মোটরসাইকেল নিয়ে পল্লবীর বাসায় ফিরছিলেন। পথে উত্তরা ১০ নং রোডে মোটরসাইকেল রেখে রেললাইন দিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে যাচ্ছিলেন। এ সময়ই তিনি দুর্ঘটনার শিকার হন।’