শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণের মঞ্চ ভাঙচুর, অনুষ্ঠান নিয়ে শঙ্কা

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের ডিসি হিলে বাংলা নববর্ষ উদযাপনের অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর করা হয়েছে। সম্মিলিত পয়লা বৈশাখ উদযাপন পরিষদ নামে একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করছিল। চেয়ার, টেবিল মঞ্চসহ আশপাশের অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করায় আজ বাংলা নববর্ষের অনুষ্ঠান নিয়ে শঙ্কিত আয়োজকরা।

রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরীর বৌদ্ধ মন্দিরসংলগ্ন ডিসি হিলের অনুষ্ঠান মঞ্চে এ ভাঙচুর চালায় একদল লোক। সম্মিলিত পয়লা বৈশাখ উদযাপন পরিষদের আহ্বায়ক অলক ঘোষ খবরের কাগজকে বলেন, ‘আমরা সব প্রস্তুতি সম্পন্ন করে সন্ধ্যার দিকে চলে যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে ৪০ থেকে ৫০ জন লোক এসে ডিসি হিলে আমাদের অনুষ্ঠান মঞ্চে হামলা করে।’

তিনি আরও বলেন, ‘আজ সোমবার সকাল থেকেই আমাদের বর্ষবরণ অনুষ্ঠান শুরুর কথা। এর মধ্যে দুর্বৃত্তরা এসে মঞ্চে হামলা করল। তিনি আরও বলেন, মঞ্চ, চেয়ার, টেবিল, তোরণ, সাউন্ড সিস্টেম সবকিছু ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। অনুষ্ঠান করার কোনো সুযোগই নেই। কারণ ভাঙচুরের খবর শোনার পর ইতোমধ্যে অভিভাবকরা আতঙ্কিত হয়ে শিশুদের আসতে দিচ্ছেন না। বেশির ভাগ ইভেন্টে তো তারা প্রতিযোগী হিসেবে আছে।’ তিনি বলেন, পুলিশ থাকলেও কোনো ভূমিকা দেখা যায়নি। ভেঙে ফেলার পর এসেছে তারা।

তবে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ওসি মো. আবদুল করিম বলেন, ‘আগে থেকেই অনুষ্ঠানস্থলে আমাদের ফোর্স ছিল। সন্ধ্যার দিকে কিছু দুর্বৃত্ত হামলার চেষ্টা করলেও আমরা প্রতিহত করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।’

যদিও ঘটনাস্থলের চিত্র ভিন্ন। ফেসবুকে পাওয়া ছবিতে দেখা যায়, চেয়ার ও মঞ্চের কাঠামো ভেঙে পড়ে আছে। প্যান্ডেলের কাপড় ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে।

সম্মিলিত পয়লা বৈশাখ উদযাপন পরিষদ চট্টগ্রামের ডিসি হিলে গত ৪৬ বছর ধরে বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠান করে আসছে।

এবার ৪৭তম বর্ষবরণ অনুষ্ঠানের জন্য গত ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা প্রশাসনের কাছে অনুমতি চেয়ে তারা আবেদন করেন। কিন্তু আয়োজকদের সঙ্গে প্রশাসনের সভায় নিরাপত্তাজনিত কারণের কথা উল্লেখ করে অনুষ্ঠানের অনুমতি দেওয়া হচ্ছিল না। এতে আয়োজকরা অনুষ্ঠান করা নিয়ে অনিশ্চয়তায় পড়ে যান।

পরে ১০ এপ্রিল চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজক কমিটির সঙ্গে বৈঠকে ডিসি হিলে সকাল থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়। তবে শর্ত দেওয়া হয়, অনুষ্ঠানে অংশগ্রহণকারী সংগঠনগুলোর গানের তালিকা প্রশাসনকে আগেই দেখাতে হবে। পয়লা বৈশাখের এ অনুষ্ঠান দেখভাল করার জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদারকি কমিটিও করে দেওয়া হয়।

আয়োজকরা সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠান করার অনুমতি চাইলেও তাদের বিকেল ৪টার মধ্যে শেষ করতে বলা হয়। পাশাপাশি ‘বিতর্ক হতে পারে’ এমন কোনো গান বা কবিতা না রাখার অনুরোধ করা হয় প্রশাসনের পক্ষ থেকে। এবারে বর্ষবরণের অনুষ্ঠানে ৬০টির মতো সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণ করার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

নো মেকআপ লুকে মিমি চক্রবর্তী

গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমল

আদালতে মডেল মেঘনা: সৌদি রাষ্ট্রদূতের সঙ্গেই আমার সম্পর্ক, অন্য কারো সঙ্গে নয়

সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানাল যুক্তরাষ্ট্র

আইএমএফের ঋণের কিস্তির সমঝোতা চলতি মাসেই

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত

একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

চট্টগ্রামে দিনভর শিক্ষার্থী-ছাত্রদল ও এনসিপির মধ্যে মারামারি

অভিনয় ও রাজনীতিকে বিদায় জানালেন সোহেল রানা

ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, সতর্কসংকেত

বিশ্বজুড়ে বাড়ছে জলদস্যুতা

বিএনপির চেয়ে বেশি সংস্কার কোন দল করেছে, প্রশ্ন নজরুল ইসলাম খানের