জিপিএইচ কারখানায় লিফট ছিঁড়ে প্রাণ গেল ২ শ্রমিকের
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ডে রড প্রস্তুতকারক প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত কারখানায় লিফট ছিঁড়ে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।
রোববার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সীতাকুণ্ডের সুলতানা মন্দির এলাকার রোকনুজ্জামানের ছেলে মো. মোস্তফা (২৫) ও মিরসরাই উপজেলার করুয়া এলাকার শামসুল হকের ছেলে রিফাত (২৫)।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, লিফট ছিঁড়ে পড়ে আহত দুই শ্রমিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রথমে একজনকে মৃত ঘোষণা করেন। বেলা ২টার দিকে চিকিৎসাধীন আরেকজনকেও মৃত ঘোষণা করা হয়।