শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব-প্রধান উপদেষ্টা

news-image

উখিয়া প্রতিনিধি : জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৭০ হজারের বেশি রোহিঙ্গার সঙ্গে গণ-ইফতারে অংশ নেবেন ।

শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসে সফরের শেষ পর্বে তারা এমন আয়োজনে অংশ নেবেন বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

সফরসূচির বরাত দিয়ে মিজানুর রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে গুতেরেস উখিয়া শরণার্থী শিবিরে পৌঁছাবেন। সেখানে জাতিসংঘের শরণার্থী সংস্থা -ইউএনএইচসিআর, খাদ্য সংস্থা ডব্লিউএফপি, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা- আইওএম এবং অন্যান্য মানবিক সংস্থার প্রতিনিধিরা তাকে রোহিঙ্গা শিবিরের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন।

এরপর গুতেরেস রোহিঙ্গা সম্প্রদায়ের নেতা, যুব প্রতিনিধি ও নারীদের সঙ্গে তিনটি পৃথক বৈঠকে অংশ নেবেন।

ওইদিন বিকেলে তিনি কুতুপালং শরণার্থী শিবিরে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সফরের শেষ পর্বে প্রায় এক লাখের কাছাকাছি রোহিঙ্গাদের সঙ্গে গণ-ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা ।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) পুরো নিরাপত্তা ব্যবস্থা সমন্বয় করবে এবং সফরকে ঘিরে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সফরকালীন ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা সেনাবাহিনী তদারকি করছে। কক্সবাজার বিমানবন্দর থেকে শরণার্থী শিবির পর্যন্ত কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।’

বিশ্বের বড় দুই নেতার কাছে রোহিঙ্গাদের প্রত্যাশা

আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মোহাম্মদ জোবায়ের বলেন, ‘রোহিঙ্গারা যখন খেতে পাবে না, তখন পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে এবং নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে। চুরি, ডাকাতি করবে, ক্যাম্প ছেড়ে পালিয়ে যাবে। তখন বিশ্ববাসী রোহিঙ্গারা খারাপ বলবে। আমরা এটা চাই না।’

তিনি আরও বলেন, ‘জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি দেখতে আসবেন। আমরা খুশি হয়েছি। আমাদের কোনো সহযোগিতা প্রয়োজন নাই। আমরা আরাকানে ফিরতে চাই। আরাকানে সেইফ জোন সৃষ্টির মাধ্যমে আমাদের পৌঁছে দিলে কোনো ধরনের সহায়তা দরকার হবে না। এক্ষেত্রে অপরাধ প্রবণতাও কমে আসবে বলে মনে করেন এ রোহিঙ্গা নেতা।’

আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের ভাইস চেয়ারম্যান ছৈয়দ হোসেন বলেন, ‘২০১৭ সালে প্রাণ রক্ষায় এসেছিলাম, এবার ফিরে যেতে চাই,। আমাদের নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ কে ধন্যবাদ জানায়। সহযোগিতা যতোই পাইনা কেন, শরণার্থী জীবন ভাল লাগে না, মনটা রাখাইনে পড়ে থাকে। আমাদের কোনো সহযোগিতা প্রয়োজন নেই। জাতিসংঘের মহাসচিব ও বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সহযোগিতায় সেইফ জোন সৃষ্টির মাধ্যমে রাখাইনে ফিরতে চাই।’

বরাদ্দ কমানোর খবর দুশ্চিন্তা

মায়ানমার সরকারের নির্যাতনে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গার জন্য জনপ্রতি মাসিক খাবারের বরাদ্দ সাড়ে ১২ ডলার থেকে কমিয়ে ৬ ডলারে নামিয়ে এনেছে জাতিসংঘের সহযোগী সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। আগামী এপ্রিল মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এ ব্যাপারে গত বুধবার শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমানকে চিঠি দিয়েছে সংস্থাটি। এই সিদ্ধান্তের কারণে খাবার জোগাড়কে কেন্দ্র করে অশান্ত হতে পারে রোহিঙ্গা শিবিরগুলো।

এ বিষয়ে ডব্লিউএফপি জানিয়েছে, তারা স্বীকার করছে যে, খাদ্য সহায়তা কমে যাওয়ায় রোহিঙ্গা শরণার্থী পরিবারগুলো তাদের মৌলিক চাহিদা পূরণে হিমশিম খাবে এবং ক্যাম্পগুলোতে অস্থিরতা বেড়ে যেতে পারে। রোহিঙ্গা শরণার্থীরা মানবিক ত্রাণের ওপর পুরোপুরি নির্ভরশীল।

এদিকে ডব্লিউএফপির এমন সিদ্ধান্তে কক্সবাজার ও ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর তাৎক্ষণিকভাবে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই বরাদ্দ বাড়তে বাংলাদেশের পক্ষ থেকে দ্রুত আন্তর্জাতিক মহলে চাপ প্রয়োগ করার তাগিদ দিয়েছেন তারা। এমন একটি সময়ে ডব্লিউএফপি এই সিদ্ধান্ত নিল, যখন ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ বিশ্বজুড়ে ইউএসএআইডির অর্থায়ন বাতিল করেছে।

বাংলাদেশ সরকারের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমানকে পাঠানো চিঠিতে ডব্লিউএফপি উল্লেখ করেছে, রোহিঙ্গা সহায়তার পরিমাণ সাড়ে ১২ ডলার অব্যাহত রাখার জন্য তহবিল জোগাড়ের চেষ্টা চলছে, কিন্তু প্রয়োজন অনুসারে দাতা খুঁজে পাওয়া যায়নি।

এ বিষয়ে মিজানুর রহমান খবরের কাগজকে বলেন, ‘ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের কারণে বরাদ্দ কমেছে কি না, সেটা ডব্লিউএফপি সুনির্দিষ্ট করে বাংলাদেশকে জানায়নি। রোহিঙ্গারা এখন যা খাদ্য সহায়তা পাচ্ছে, সেটা খুবই কম। খাবার-সংকটে পড়লে রোহিঙ্গারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়তে পারে। সেটা আগের তুলনায় কয়েক গুণ বাড়তে পারে।’

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৩ সালেও রোহিঙ্গাদের মাসিক খাদ্য সহায়তা ১২ ডলার থেকে কমিয়ে ৮ ডলার করা হয়েছিল। সে সময় রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ক্ষুধা ও অপুষ্টির মাত্রা অনেক বেড়ে যায়। কয়েক মাসের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারীরা সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য যথেষ্ট পরিমাণ খাবার জোগাড় করতে হিমশিম খান এবং ১৫ শতাংশেরও বেশি শিশু অপুষ্টিতে ভোগে। পরবর্তী সময়ে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপে খাদ্য সহায়তার পরিমাণ আগের পর্যায়ে ফিরিয়ে নেয় সংস্থাটি।

জানা গেছে, ২০২৪ সালে রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য মোট ৮৫২ দশমিক ৪ মিলিয়ন ডলারের চাহিদা নির্ধারণ করা হয়। সেখানে বিদেশি সহায়তা এসেছে ৫৪৮ দশমিক ৯ মিলিয়ন ডলার। রোহিঙ্গাদের জন্য মোট চাহিদার বিপরীতে মাত্র ৬৪ দশমিক ৪ শতাংশ বিদেশি সহায়তা পাওয়া গেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র একাই দিয়েছে ৩০১ মিলিয়ন ডলার, যা মোট বিদেশি সহায়তার ৫৫ শতাংশ। প্রায় ৫৫টি দেশ ও সংস্থা রোহিঙ্গার জন্য মানবিক সহায়তা দিচ্ছে।

এ জাতীয় আরও খবর

গাজায় ৭২ ঘণ্টায় নিহত প্রায় ৬০০

অবশেষে সিলেটবাসী ফেরত পেলো ‘এম সাইফুর রহমান শিশুপার্ক

নবীনগরে ৬৮ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা

নাসিরনগরে বিদ্যুত স্পৃষ্টে তাছলিমা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু

জনগণের ক্ষমতায় আসল ক্ষমতা আর জনগণের শক্তি আসল শক্তি–কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জি: শ্যামল 

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই : ড. ইউনূস

গাজায় তিন দিনে ২০০ শিশুর প্রাণ কাড়ল ইসরায়েল

গুলশানে দুর্বৃত্তের গুলিতে নিহত ১

ইফতারে সবজির চপ তৈরির রেসিপি

বলিউডে অভিষেক নুসরাত জাহানের

হামজাকে নিয়ে যা বললেন ভারত কোচ

নারী শান্তিরক্ষীদের প্রশিক্ষণে ১০ লাখ ডলারের চুক্তি