অপারেশন ডেভিল হান্ট: টাঙ্গাইলে আটক ৩ ছাত্রলীগ কর্মী
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে তিন ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করে মধুপুর থানা পুলিশ। এরমধ্যে’ টাঙ্গাইলের মধুপুর পৌরসভার চান্দিমা এলাকা থেকে দুইজনকে আটক করা হয়। অপরজনের সম্পর্কে জানা সম্ভব হয়নি।
আটকরা হলেন- মো. রাসেল (১৮) ও মো. সামিম (২০)। তারা উপজেলা ছাত্রলীগের কর্মী।
টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট অভিযানে এ পর্যন্ত তিনজনকে আটক করেছি। তবে এখন তাদের পরিচয় দেওয়া যাবে না। পরে বিস্তারিত আপনাদের জানানো হবে। আমাদের এই অভিযান চলমান থাকবে।’