৫০ কোটিতে সবিতা-নাগার বিয়ের ভিডিও বিক্রির গুঞ্জন
বিনোদন ডেস্ক : দক্ষিণী তারকা নাগা চৈতন্য ও সবিতা ধুলিপালার বিয়ের আসর আগামী সপ্তাহে বসছে। তবে তাদের বিয়ের অনুষ্ঠান শুক্রবার (২৮ নভেম্বর) থেকে শুরু হয়েছে। ২৯ নভেম্বর দক্ষিণী রীতি অনুযায়ী দুই তারকার গায়েহলুদের অনুষ্ঠান এরই মধ্যে সম্পন্ন হয়েছে। তাদের এ ছবিও প্রকাশ্যে এসেছে।
বিয়ের অনুষ্ঠানের ভেন্যুর খবর প্রকাশ্যে এলেও কারা নিমন্ত্রিত, কেমন আয়োজন, তার কিছুই এখন পর্যন্ত জানা যায়নি। এরই মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে, নেটফ্লিক্সের কাছে ৫০ কোটি রুপিতে বিয়ের ভিডিওর স্বত্ব বিক্রি করতে যাচ্ছেন এ দম্পতি।
এ প্রসঙ্গে নাগা চৈতন্য জানান, তেমন কিছুই হচ্ছে না। বরং নাগা জানিয়েছেন, অন্নপূর্ণা স্টুডিও দাদুর মূর্তির সামনেই সবিতাকে বিয়ে করবেন। দুই পরিবারের তেমনই ইচ্ছে। এ মুহূর্তে বেশ ব্যস্ত তিনি। কিন্তু সেটা পুরোটাই বিয়ের আয়োজন, অতিথিদের রাখার বন্দোবস্ত করা সেসব নিয়ে। এ মুহূর্তে ধুলিপালা ও আক্কিনেনি পরিবারের মধ্যে খুশির হাওয়া বইছে।
একটি সূত্র বলছে, ‘নেটফ্লিক্স বা অন্য কোনো প্ল্যাটফর্মে ভিডিওর স্বত্ব বিক্রি করার খবর একেবারেই ভিত্তিহীন। সত্যের সঙ্গে এর কোনো যোগ নেই। আক্কিনেনি পরিবারের রীতি মেনে নাগা-সবিতার বিয়ে হবে পবিত্র ও আনন্দময়’।
আসছে ৪ ডিসেম্বর হায়দারাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে বসবে নাগা-সবিতার বিয়ের আসর। তার আগেই প্রাক-বিবাহ অনুষ্ঠান হাজির ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠরা। গত চার বছরের প্রেমকে অবশেষে স্বীকৃতি দিতে চলেছেন নাগা-শোভিতা। দীর্ঘদিন ধরে জল্পনা-কল্পনা চলছে তাদের বিয়ে নিয়ে।
এমএমএফ/এএসএম