বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নয়নতারার বিরুদ্ধে মামলা করলেন ধানুশ

news-image

বিনোদন ডেস্ক : অভিনেতা ধানুশ ও অভিনেত্রী নয়নতারা। দু’জনেই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার। তাদের মধ্যকার কথার লড়াইটা চলছিল মাসখানেক ধরেই। এবার সেটা আদালত পর্যন্ত গড়ালো।

দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ নয়নতারার বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে মামলা করেছেন অভিনেতা ধানুশ। ধানুশের ‘ওয়ান্ডারবার ফিল্মস প্রাইভেট লিমিটেড’-এর তরফে এই মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগ, অভিনেত্রী তার তথ্যচিত্রে ধানুশ প্রযোজিত ‘নানুম রাউডি ধান’ সিনেমার ছবি, ভিডিও ব্যবহার করেছেন কোনও অনুমতি ছাড়াই। শুধু নয়নতারাই নয়, এ মামলায় আসামি করা হয়েছে অভিনেত্রীর স্বামী পরিচালক ভিগ্নেশ শিবানকেও।

নয়নতারার ডকু-ড্রামা ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারিটেল’-এ নয়নতারা অভিনীত ‘নানুম রাউডি ধান’ সিনেমা থেকে কিছু নির্দিষ্ট ফুটেজ ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে মামলায়।

লস গ্যাটোস প্রডাকশন সার্ভিসেস ইন্ডিয়া নামের সংস্থার বিরুদ্ধে মামলা করার অনুমতি দেওয়ার জন্য হাইকোর্টে ধানুশের কোম্পানি অনুরোধ করে একটি আবেদনও করেছে। এই সংস্থার মাধ্যমে নেটফ্লিক্স ভারতে তাদের কনটেন্টে বিনিয়োগের রিপোর্ট করে। আদালত ইতোমধ্যেই সেই অনুমতি দিয়েছেন।

মাসখানেক ধরেই নয়নতারা ও ধানুশের দ্বন্দ্ব প্রকাশ্যে। অভিনেত্রীর অভিযোগ তার ডকুমেন্টারিতে ব্যবহারের জন্য ফুটেজের ক্ষেত্রে একাধিক প্রযোজক, পরিচালক বা অভিনেতাদের এনওসি পেলেও বেকে বসেছেন ধানুশ। নয়নতারা অভিনীত ভিগ্নেশ শিবান পরিচালিত নানুম রাউডি ধান ছবির প্রযোজক।

তথ্যচিত্রে সেই ছবির ভিডিও, গান বা ফুটেজ ব্যবহারের জন্য অনুমতি চাইলেও তা দিতে রাজি হননি ধানুশ। এরপর সেই ছবির ‘বিহাইন্ড দ্য সিনস’ থেকে ৩ সেকেন্ডের ফুটেজ ব্যবহার করা হলে ভিগ্নেশ-নয়নতারার বিরুদ্ধে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে নোটিস পাঠান ধানুশ।

যার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হন অভিনেত্রী। ধানুশের কঠোর সমালোচনা করেন তিনি। সেই ঘটনার পরই অভিনেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করলেন এই অভিনেতা।

এ জাতীয় আরও খবর

সীমান্তে বিজিবির হাতে এক ভারতীয় আটক

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন: বৈদেশিক ঋণ বেড়েছে ৫৬৮ কোটি ডলার

জাকেরের বীরোচিত ইনিংস, ২৮৭ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কা, নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

তোমরা অসম্ভবকে সম্ভব করেছ, শিক্ষার্থীদের বললেন প্রধান উপদেষ্টা

নবীনগরে দ্রুত গতিতে বাইক চালিয়ে করছিলেন টিকটক -নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

ইসকনকে নিষিদ্ধ ও আইনজীবী হত্যার বিচারের দাবিতে নাসিরনগরে হেফাজত ইসলামের মানববন্ধন

অপরিবর্তিত থাকলো এলপিজির দাম

অটোরিকশা ব্যবহার না করে হাঁটার পরামর্শ ডিএমপি কমিশনারের

ভারত সফরে আসছেন ডোনাল্ড লু, যাবেন নেপাল-শ্রীলঙ্কায়ও

ঢাকায় বাইরের চেয়ে ঘরের বাতাসে মৃত্যুঝুঁকি বেশি

ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়: আসিফ নজরুল