অবশেষে বিবাহ অভিযানে অপু বিশ্বাস?
বিনোদন ডেস্ক : ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে বিয়ে, বিচ্ছেদ এবং এ নিয়ে নানা জল ঘোলা হবার ঘটনার পরিক্রমায় নিজের একমাত্র সন্তান আব্রাম খান জয়কে নিয়েই জীবন কাটাচ্ছিলেন বেশ। সম্প্রতি স্লিম ফিগার ও লাস্যময়ী রূপে আবির্ভূত হন এই অভিনেত্রী।
তাতেও যেন ঠিকঠাক আলোচনায় ঝড় তুলতে পারছিলেন না নায়িকা। অবশেষে কিনা বিবাহ অভিযানে নামলেন ঢালিউড তারকা অপু বিশ্বাস?
যে তারকাকে আগে বউ সাজতে দেখা যেত বড়পর্দায়, সেই অপু বিশ্বাসকে এখন বউ সাজতে দেখা যাচ্ছে সবার হাতে হাতে থাকা ফোনের পর্দায়। তাকে এখন বউ সাজতে দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
এখন প্রশ্ন উঠেছে, কার জন্য বউ সাজছেন অপু বিশ্বাস? আবার অনেকে জানতে চাইছেন, অপুকে বউ সাজিয়ে দিচ্ছেন কে এই তরুণ?
জানা গেছে, বিনোদন জগতের তারকাদের নতুন রূপে সাজিয়ে রীতিমতো তারকা হয়ে উঠেছেন এক ফ্যাশন ডিজাইনার। তার নাম তানজিল জনি।
তিনিই সম্প্রতি ফেসবুকে শেয়ার করেছেন অপু বিশ্বাসকে বউ সাজানোর সেই ভিডিও। জানিয়েছেন অপু বিশ্বাসের বিবাহ অভিযানের কথাও।
বেশ কিছু ছবি, ভিডিওতে বউয়ের সাজে দেখা গেছে নায়িকা অপু বিশ্বাসকে। জনি জানিয়েছেন, এটি বিয়ের ফটোশুট।
তবে ওই ভিডিওতে বারবার তিনি বলছিলেন, নতুন করে বিয়ে করছেন অপু বিশ্বাস। ক্যাপশনেও লিখেছেন, বিবাহ অভিযান অপু বিশ্বাস! আর অপু বিশ্বাসের এই বউয়ের সাজ নজর কেড়েছে তার অনুরাগীদের।
কদিন আগেও শোনা যেত, আবার বিয়ে করছেন অপু বিশ্বাস। কিছুদিন হলো, সেই গুঞ্জন থেমেছে। শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর ঢালিউড কুইন নামে পরিচিতি পাওয়া অপু বিশ্বাস আর বিয়ে করেননি। শাকিব ও তার ছেলে আব্রাম খান জয়কে নিয়ে মাতৃত্ব উপভোগ করছেন তিনি। মাতৃত্বকালীন ছুটির পর বিনোদন অঙ্গনে ফিরলেও সিনেমায় আর আগের মতো দেখা যায়নি তাকে।
সিনেমার বাইরে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। ব্র্যান্ড-প্রোমোশন, নানান উদ্বোধনী আয়োজনে অতিথি হিসেবে হাজির হওয়ার পাশাপাশি ইউটিউব কনটেন্ট তৈরি, স্টেজ শো করছেন তিনি।
প্রায়ই শাকিব প্রসঙ্গে আলোচনার কেন্দ্রে চলে আসেন এই নায়িকা। সর্বশেষ তাকে দেখা গেছে তার সরকারি অনুদানে তার নিজের বানানো সিনেমা লাল শাড়িতে।