মঙ্গলবার, ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

‘প্রেম করে কাজ পাওয়া থামাব না’

news-image

বিনোদন ডেস্ক : সোজাসাপ্টা কথা বলায় বরাবরই পরিচিত টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এ ব্যাপারে কম যান না আরেক অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিও। বর্তমানে তাদের দুজনের মধ্যে শুরু হয়েছে কথার লড়াই। শ্রীলেখা বরাবরই অভিযোগ করেন, প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্তের প্রেম থাকায় তিনি ছবি পেতেন না। অর্থাৎ, প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির কারণে ইন্ডাস্ট্রিতে বৈষম্যের শিকার হয়েছেন তিনি।

আর জি কর কাণ্ডে প্রতিবাদকে কেন্দ্র পুরোনো অভিযোগ নতুন করে তুলেছেন শ্রীলেখা। আর সে আগুনে ঘি ঢেলেছেন স্বস্তিকা। তিনি বলেছেন, শ্রীলেখা কাজ পাওয়ার যোগ্য ছিলেন না বলেই কাজ পাননি। আর উত্তরে শ্রীলেখা বলেছেন, ‘আমি তো কাজ পাওয়ার জন্য স্বস্তিকার মতো প্রেম করি না’। এবার শ্রীলেখার এ কথারও উত্তর দিলেন স্বস্তিকা।

আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া দুটি স্ট্যাটাসে স্বস্তিকা এ বিষয়ে লেখেন। প্রথম স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আজ আর কোনো তথ্য পাওয়া গেল আমার ব্যাপারে ? গত এক মাসে এত কিছু জানলাম, নতুনভাবে চিনছি নিজেকে। মানুষ এত কিছু জানে আমার ব্যাপারে যা আমিই জানি না। পুরোনো তথ্য নব প্যাকেজে পাওয়া গেলেও চলবে। কেউ জানলে বা খবর পেলে একটু শেয়ার করবেন।’

স্বস্তিকা লেখেন, ‘খুব অস্থির লাগছে, একটাও গালাগাল নেই, সমালোচনা নেই, কার্টুন নেই, মিম নেই, বয়কট পর্যন্ত নেই। অভ্যেসটা এমন খারাপ হয়ে গেছে এই কয়েক দিনে…। মনে হচ্ছে আবার একা হয়ে গেলাম।’

এরপর আরও একটি স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ওহ আরেক টা কথা আগের পোস্টে লিখতে ভুলে গেছি। আমি প্রেম করে কাজ পাওয়া থামাব না। ২৪ বছর ধরে শুধুমাত্র প্রেমের ওপর আমার গোটা ক্যারিয়ারটা দাঁড়িয়ে আছে। আগামী বছরগুলোও তাই থাকবে। এই সিদ্ধান্ত নিলাম। প্রেম দীর্ঘজীবী হোক।’

 

এ জাতীয় আরও খবর

ডিমের বাজার অস্থির করপোরেট তেলেসমাতিতে

চলতি মাসেই সর্বজনীন পেনশনের হিসাবে জমা হবে মুনাফা

সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

৩ বিচারকের সমন্বয়ে আইসিটি পুনর্গঠন, এ মাসেই বিচার কার্যক্রম শুরু

মালয়েশিয়ায় অগ্নিদগ্ধ ৩ বাংলাদেশির মৃত্যু

পলিথিন নিষিদ্ধে ২০৩০ সাল পর্যন্ত সময় চান ব্যবসায়ীরা

‘আগের চেয়ে ভালো’ বিপিএলের প্রতিশ্রুতি ফারুকের

এইচএসসির ফল: যেভাবে পাবেন নম্বরসহ মার্কশিট

ঘরে বসেই রিচার্জ করা যাবে এমআরটি পাস

ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন করতে হবে : ডা. জাহিদ

যে কারণে চাকরিতে প্রবেশে ছেলেদের ৩৫, মেয়েদের ৩৭ বছর করার সুপারিশ

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করলেন শহীদ আবু সাঈদ