মঙ্গলবার, ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী

news-image

বিনোদন ডেস্ক : দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন ভারতের কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। আগামী ৮ অক্টোবর তিনি দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এ পুরস্কার গ্রহণ করবেন। ভারতীয় চলচ্চিত্রের এটিই সর্বোচ্চ পুরস্কার।

আজ সোমবার নিজের এক্স হ্যান্ডেলে মিঠুন চক্রবর্তীর দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার তথ্য জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় রেলওয়ে, তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, বর্তমানে কলকাতায় আছেন ‘মহাগুরু’। মিঠুন চক্রবর্তী বলেন, ‘কলকাতার কানাগলি থেকে এসেছি, সেই ফুটপাথ থেকে লড়ে আজ এখানে এসেছি। সেদিনের সেই ছেলেটিকে আজ এত বড় সম্মানে ভূষিত করা হচ্ছে। ভাবতেও পারছি না। আমি বাক্‌রুদ্ধ। তবে এই পুরস্কার আমার পরিবার আর সমস্ত অনুরাগীদের উৎসর্গ করছি।’

পুরস্কারের বিষয়ে তিনি বলেন, ‘সেভাবে প্রতিক্রিয়া দেওয়ার মতো ভাষা আমার কাছে নেই। না হাসতে পারছি, না আনন্দ অশ্রু চোখ বেয়ে গড়াচ্ছে। এত বড় একটা বিষয়।’

মিঠুন চক্রবর্তীকে এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি লিখছেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে শ্রী মিঠুন চক্রবর্তীজি ভারতীয় চলচ্চিত্রে তার অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি একজন সাংস্কৃতিক আইকন, তার বহুমুখী প্রতিভার জন্য সবপ্রজন্মের কাছে প্রশংসিত। আপনাকে অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা।’

কিংবদন্তি এ বাঙালিকে শুভেচ্ছা জানিয়েছেন টলিউড তারকারাও। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, মমতাশঙ্কর, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষসহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাকে।

ঋতুপর্ণা বলেছেন, ‘দারুণ একটা খবর। আমি অভিভূত এবং মিঠুনদার জন্য ভীষণ গর্বিত। দাদা আমাদের সবার গর্ব। হিন্দি-বাংলা দুই ইন্ডাস্ট্রিতেই মিলিয়েই তার সঙ্গে বহুবার কাজের সুযোগ পেয়ে আমি ধন্য। মিঠুনদা সবসময়ে আমাকে গাইড করেছেন। আমি তার স্নেহধন্যা। তার ভালোবাসা পাওয়া সত্যিই আমার কাছে আশীর্বাদ।’

চলচ্চিত্রে মিঠুন চক্রবর্তীর ক্যারিয়ার পাঁচ দশকের। কিংবদন্তি বাঙালি পরিচালক মৃণাল সেনের হাত ধরে ‘মৃগয়া’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি এ জগতে পা রাখেন। প্রথম ছবিতেই জিতে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর বলিউডে দাপিয়ে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। পাশাপাশি করেছেন বাংলা সিনেমাও।

মিঠুন চক্রবর্তী সিনেমার দুনিয়া থেকে নাম লেখান রাজনীতিতেও। তৃণমূল কংগ্রেস থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর যোগ দিয়েছেন বিজেপিতে।

 

এ জাতীয় আরও খবর

ডিমের বাজার অস্থির করপোরেট তেলেসমাতিতে

চলতি মাসেই সর্বজনীন পেনশনের হিসাবে জমা হবে মুনাফা

সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

৩ বিচারকের সমন্বয়ে আইসিটি পুনর্গঠন, এ মাসেই বিচার কার্যক্রম শুরু

মালয়েশিয়ায় অগ্নিদগ্ধ ৩ বাংলাদেশির মৃত্যু

পলিথিন নিষিদ্ধে ২০৩০ সাল পর্যন্ত সময় চান ব্যবসায়ীরা

‘আগের চেয়ে ভালো’ বিপিএলের প্রতিশ্রুতি ফারুকের

এইচএসসির ফল: যেভাবে পাবেন নম্বরসহ মার্কশিট

ঘরে বসেই রিচার্জ করা যাবে এমআরটি পাস

ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন করতে হবে : ডা. জাহিদ

যে কারণে চাকরিতে প্রবেশে ছেলেদের ৩৫, মেয়েদের ৩৭ বছর করার সুপারিশ

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করলেন শহীদ আবু সাঈদ