রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে বেড়েছে ২-৪ টাকা

news-image

নওগাঁ প্রতিনিধি : এক সপ্তাহের ব্যবধানে নওগাঁয় সবধরনের চালের দাম কেজিতে ২-৪ টাকা বেড়েছে। দাম বেড়ে কাটারিভোগ ৬৮-৭০ টাকা, জিরাশাইল ৬৪-৬৬ টাকা ও ব্রি-২৮ ও ২৯ চাল ৫৬-৫৮ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, চালকল মালিকরা বেশি দামে ধান কিনে চাল উৎপাদন করতে খরচ বেশি পড়ছে। ফলে বেশি দামে চাল বিক্রি করতে হচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে বাজারে সবধরনের চালের দাম ২-৪ টাকা বেড়েছে। সরকারের বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচি চালু থাকায় ক্রেতারা খোলা বাজার থেকে কম চাল কিনায় বাজার প্রায় ক্রেতা শূন্য।

সুলতানপুর মহল্লার বাসিন্দা রিকশাচালক আফজাল হোসেন বলেন, বাড়িতে পাঁচজন সদস্য। প্রতিদিন আড়াই কেজি চাল লাগে। একমাস আগে এক বস্তা ব্রিআর-২৮ চাল দুই হাজার ৬৫০ টাকায় কিনেছিলাম। পাঁচদিন আগে কিনতে হয়েছে দুই হাজার ৭৫০ টাকায়। এছাড়া নিত্যপণ্যের অন্যান্য জিনিসপত্রের দামও বেশি।

নওগাঁ পৌর ক্ষুদ্র চাল বাজার সমিতির সভাপতি মকবুল হোসেন বলেন, এ সময়ে চালের দাম কিছুটা বাড়তি থাকে। প্রকারভেদে সবধরনের চালের দাম কেজিতে ২-৪ টাকা বেড়েছে। চালের দাম বাড়ায় নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষদের কষ্ট বেড়েছে।

নওগাঁ চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বলেন, বাজারে ধান ১২৫০-১৫২০ টাকা মণ। গত একমাসে প্রকারভেদে সবধরনের ধানের দাম মনে ১৫০-২০০ টাকা বেড়েছে। চালকল মালিকরা বেশি দামে ধান কিনে চাল উৎপাদন করতে খরচ বেশি পড়ছে।

 

এ জাতীয় আরও খবর

পেঁয়াজের দাম দ্বিগুণ, সরকারকে বেকায়দায় ফেলার চক্রান্ত!

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের রাজধানী

‘ট্রাম্প-শি-মোদি ধাক্কা দিয়ে কিছু করে যাবে না, আমাদের করতে হবে’

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি

আগামী নির্বাচন দেশের ইতিহাসে সর্বোত্তম হবে: প্রধান উপদেষ্টা

ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

শরীরে অস্বস্তি নিয়ে হাসপাতালে ভর্তি, কী হয়েছে সৃজিতের?

গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিয়া থেকে এক হাজার সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

কঙ্গোতে নৌকা উল্টে নিহত অন্তত ১৪৮

নিজের বাড়ির সামনেই ভেসে উঠল সেই শিশুর মরদেহ

‘একমত চিহ্নিত করেছি, জাতির আকাঙ্ক্ষায় জাতীয় সনদ তৈরি হবে’