বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় আজ তাপমাত্রা ৪২.২ ডিগ্রি

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় আজ রোববার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস এ তাপমাত্রা রেকর্ড করে। এ দিকে জেলায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতাও বেড়েছে। এতে দুর্বিষহ হয়ে পড়ে এখানকার জনজীবন।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, চলমান অতি তীব্র তাপপ্রবাহ কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এ সময় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।

চুয়াডাঙ্গা শহরের নির্মাণশ্রমিক হাসান আলী বলেন, ‘যে তাপ পড়ছে এমন তাপ জীবনে দেখিনি। রোদে দাঁড়ানো যাচ্ছে না, শরীর পুড়ে যাচ্ছে। কাজও করতে পারছি না। একটু কাজ করছি আর একটু ছায়ায় বসছি।’

এ দিকে তীব্র তাপপ্রবাহে করণীয় বিষয়ক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।

সভায় সরকারি নির্দেশনা মেনে স্কুল-কলেজ বন্ধ থাকায় এ সময়ে কোচিং সেন্টার বন্ধ রাখা, জেলায় ১ লাখ গাছের চারা রোপণ এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিভাস চন্দ্র সাহা, প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান ও জেলা ত্রাণ কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সচিবালয়ে আগুন দুর্ঘটনা নয়, পরিকল্পিত: নুরুল হক নুর

ওমরাহ পালনকারীদের জন্য নতুন ঘোষণা সৌদি আরবের

জমজমাট খেজুর গুড়ের বাজার, দেড়শ কোটি টাকার বিক্রির আশা

সচিবালয়ে অগ্নিকাণ্ড জনমনে প্রশ্ন তৈরি করছে : রিজভী

শেখ হাসিনা-শেখ রেহানার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

বিপুর ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদ, অস্বাভাবিক লেনদেন ৩১৮১ কোটি

যারা নির্বাচনকে বিতর্কিত করেছেন, তাদের বিচারের আওতায় আনা উচিত

সচিবালয়ের ৭ নম্বর ভবন: ৬ থেকে ৯ তলা পুড়ে ছাই

বছরজুড়ে শিক্ষায় অস্থিরতা, শিক্ষার্থীদের হাত ধরেই ‘বিজয়’

লিটারে ২১ টাকাই যাচ্ছে ভোজ্যতেল কোম্পানিগুলোর পকেটে

দরিদ্র বাবা-মায়ের একমাত্র অবলম্বন ছিলেন ফায়ার ফাইটার নয়ন

পোড়া অফিস দেখে বিমর্ষ আসিফ, বললেন ‘আমাদের সব শেষ হয়ে গেছে’