বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যায় নারী চেয়ারম্যান কারাগারে

news-image

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিদ্ধকাঠি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩০ মার্চ) বিকেলে গ্রেপ্তারকৃত চেয়ারম্যান জেসমিন কাজীকে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে পাঠায় পুলিশ। এ সময় বিচারক এএইচএম ইমরানুর রহমান স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি মো.মুরাদ আলী।

নিহত জিয়াউল হাসান ফুয়াদ কাজী সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। এ ঘটনায় ৮ জানুয়ারি রাতে ফুয়াদের বড় ভাই ফয়সাল কাজী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নলছিটি থানায় মামলা করেন।

এতে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া কাজী বাড়ি থেকে চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকে (৪০) গ্রেপ্তার করে।

নলছিটি থানার ওসি মোহাম্মদ মুরাদ আলী বলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফুয়াদ কাজী হত্যার অভিযোগে এর আগে ইউপি সদস্য রফিকুল ইসলাম হাওলাদারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যার সঙ্গে জড়িত সন্দেহে সিদ্ধকাঠি ইউনিয়নের চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকেও গ্রেপ্তার করা হয়েছে। ফুয়াদ কাজী হত্যার ঘটনায় ওই চেয়ারম্যানের সংশ্লিষ্টতা নিশ্চিত হয়েই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার রাজপাশা গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম, সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম হাওলাদার (৪০), চৌদ্দবুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. শাহাদাত হোসেন (৪০)।

ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম জানান, জিয়াউল আহসান ফুয়াদ কাজী হত্যার ঘটনায় সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় সিদ্ধকাঠি ইউনিয়নের চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকে তার নিজ বাড়ি থেকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।

ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক বলেন, ফুয়াদ কাজী হত্যা মামলায় এর আগে গ্রেপ্তার হওয়া তিনজনের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে কাজী জেসমিন আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে ঝালকাঠি আদালতে পাঠানোর পর ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি শেষে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি রাতের দিকে সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামের মসজিদ বাড়ি এলাকায় আওয়ামী লীগের বিজয় মিছিল শেষে বাচ্চার খাবার কিনে বাড়ি ফেরার পথে চৌদ্দবুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফুয়াদকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এ জাতীয় আরও খবর

জামিনে মুক্তি পেলেন বাবুল আক্তার

জাতীয় স্বার্থে ঐকমত্য ও নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি

দু-একদিনের মধ্যে সুখবর আসছে, বৈঠক শেষে জামায়াতের আমির

সীমান্ত বন্ধ হলে বড় ক্ষতি ভারতের, ঝুঁকিতে লাখো মানুষের জীবিকা

বাংলাদেশকে দুর্বল নতজানু শক্তিহীন ভাবার অবকাশ নেই: আইন উপদেষ্টা

ষড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি: প্রধান উপদেষ্টা

বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক, বলছেন ফেরত যাওয়া ভারতীয় ট্রাকচালকরা

ফের ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

এক বিজয় অর্জন করেছো, আরেক বিজয় আসবে: ছাত্রদের প্রধান উপদেষ্টা

সর্বকালের সর্বনিম্নে নামলো ভারতীয় রুপির মান

শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে

চিন্ময় দাস গ্রেফতার প্রসঙ্গে যা বললো যুক্তরাষ্ট্র