রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাটারদের ব্যর্থতায় শ্রীলঙ্কার বড় লিড

news-image

নিজস্ব প্রতিবেদক : সিলেট টেস্টের প্রথম দিনের শেষ সেশনে শুরু হয় ধস। সেই ধস অব্যাহত থাকে দ্বিতীয় দিনেও। ফলে প্রথম ইনিংসে ১৮৮ রানে অলআউট বাংলাদেশ। আর নিজেদের প্রথম ইনিংসে ২৮০ রান করেছিল শ্রীলঙ্কা। ফলে ৯২ রানের বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে লঙ্কানরা।

সফরকারিদের ২৮০ রানে অলআউট করার ব্যাটিংয়ে নেমে ৩২ রান তুলতে ৩ উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ। আজ শনিবার দ্বিতীয় দিনের প্রথম সেশনে স্বাগতিকদের একাই টেনেছেন নাইটওয়াচম্যান তাইজুল ইসলাম।

মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু ও লিটন কুমার দাসের সঙ্গে ছোট ছোট জুটি গড়েন এ বাঁহাতি ব্যাটার। দ্বিতীয় সেশনের শুরুতে সাজঘরে ফেরেন তাইজুল (৪৭)। ক্যারিয়ারের প্রথম টেস্ট হাফসেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থাকতে আউট হয়ে যান তিনি।

মেহেদী হাসান মিরাজকে (১১) থামান রাজিতা। দুই পেসার খালেদ আহমেদ ও শরীফুল ইসলাম ৩৫ বলে স্কোর বোর্ডে যোগ করেন ৪০ রান। খালেদের ব্যাট থেকে আসে ২৭ বলে ২২ রান। আর শরীফুল ২১ বলে করেছেন ১৫ রান।