শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হঠাৎ ৫০ শতাংশের বেশি ভাড়া বাড়াল দুই এয়ারলাইন্স

news-image

নিউজ ডেস্ক : চট্টগ্রাম বিমানবন্দর থেকে একে একে বন্ধ হয়ে যাচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট। মাত্র চার মাসের ব্যবধানে চট্টগ্রাম থেকে তিনটি আন্তর্জাতিক এয়ারলাইন্স তাদের কার্যক্রম গুটিয়ে নিয়েছে। সবশেষ ফ্লাইট পরিচালনা বন্ধ করেছে ওমান এয়ার। ওমান এয়ারের ফ্লাইট বন্ধের পর দুটি এয়ারলাইন্স ভাড়া বাড়িয়েছে ৫০ শতাংশেরও বেশি। এতে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের পড়তে হচ্ছে চরম বেকায়দায়।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমান এয়ারের শেষ ফ্লাইট ছেড়ে যায় শুক্রবার(৮ মার্চ)। ওইদিন রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাস্কটের উদ্দেশ্যে ছেড়ে যায় ওমান এয়ারের সর্বশেষ ‘ডব্লিওওয়াই৩১৪’ ফ্লাইটটি।

২৭১ আসন ধারণ ক্ষমতার বিমানটিতে যাত্রী ছিল ২৪০ জন। এই ফ্লাইটের মাধ্যমে চট্টগ্রাম থেকে যাত্রী পরিবহন বন্ধ থাকবে এয়ারলাইন্সটির। এই খবরে চট্টগ্রাম বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী দুই বিদেশি ফ্লাইটে যাত্রী পরিবহনে একলাফে টিকিট প্রতি ভাড়া বাড়ানো হয়েছে ৫০ শতাংশের বেশি।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) চট্টগ্রাম জোনের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম বলেন, ‘সম্প্রতি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে ওমান এয়ার ও জাজিরা এয়ার কার্যক্রম গুটিয়ে নেয়। এরপর থেকে বিশেষ করে ফ্লাই দুবাই ও এয়ার অ্যারাবিয়া চট্টগ্রাম বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী যাত্রী পরিবহনে একলাফে টিকেট প্রতি ভাড়া বাড়িয়েছে ৫০ শতাংশের বেশি। আগে মধ্যপ্রাচ্যগামী যে ভাড়া ৪০০ ডলারে কাটা যেত এখন একলাফে ৬০০ থেকে ৬৫০ ডলার লাগছে। অর্থাৎ ৫০ শতাংশের বেশি বাড়ানো হয়েছে।’

তিনি আরো বলেন, ‘একে একে বিদেশি বিমান সংস্থাগুলো চট্টগ্রাম ছেড়ে যাওয়ায় চট্টগ্রামের মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা ভয়াবহভাবে বিপদে পড়েছে। গত বছরের অক্টোবরের শেষ সপ্তাহে চট্টগ্রাম থেকে ফ্লাইট গুটিয়ে নেয় ভারতভিত্তিক স্পাইস জেট এবং কুয়েতভিত্তিক এয়ারলাইন্স জাজিরা এয়ারওয়েজ। এ নিয়ে মাত্র চার মাসের ব্যবধানে ওমান এয়ারসহ চট্টগ্রাম থেকে তিনটি আন্তর্জাতিক এয়ারলাইন্স তাদের কার্যক্রম গুটিয়ে নিল।’

এ প্রসঙ্গে ওমান এয়ারওয়েজের চট্টগ্রাম স্টেশন প্রধান মো. আসিফ চৌধুরী বলেন, ‘কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী— ৮ মার্চ থেকে চট্টগ্রামে ওমান এয়ারের কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে। তবে ঢাকা থেকে যথারীতি ফ্লাইট পরিচালিত হবে। শুধুমাত্র নেটওয়ার্ক রি-রাউটিংয়ের কারণে এই রুটে ফ্লাইট সাময়িক বন্ধ হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘যাত্রী সংকটের জন্য এটি বন্ধ করা হয়নি। তাদের এয়ারলাইন্সের পর্যাপ্ত যাত্রী রয়েছে। যাত্রীদের কাছে ওমান এয়ারের প্রচুর জনপ্রিয়তা রয়েছে। শেষ ফ্লাইটেও প্রায় ৯০ শতাংশ যাত্রী ছিল। আমরা আশা করছি— শীঘ্রই ফিরে আসবে ওমান এয়ার।’

জানা যায়, ২০০৭ সালে চট্টগ্রাম-মাস্কট রুটে সরাসরি ফ্লাইট চালুর কার্যক্রম শুরু করে ওমান এয়ার। যার ফলে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে অবস্থানরত চট্টগ্রাম অঞ্চলের প্রবাসীদের যাতায়াত সুবিধাও অনেকটা বৃদ্ধি পায়। শুরুর দিকে সপ্তাহে পাঁচদিন ফ্লাইট পরিচালনা করলেও পরবর্তীতে প্রতিদিন ফ্লাইট চালু করে এয়ারলাইন্সটি। যদিও চালু হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে একাধিকবার এ রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ করেছিল ওমান এয়ার। সবশেষ মহামারি কোভিডের সময় কিছুদিন ফ্লাইট বন্ধ ছিল।

চট্টগ্রাম বিমানবন্দর ব্যবহারকারী সৌদি প্রবাসী ছাদেকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ‘চট্টগ্রামের প্রবাসীর বিরাট অংশের অবস্থান মধ্যপ্রাচ্যে। যারা চট্টগ্রাম থেকেই স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারতেন। কিন্তু একে একে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর ফ্লাইট বন্ধ হওয়ায় প্রবাসীরা আর্থিকভাবে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি চরম দুর্ভোগেও পড়তে হচ্ছে।’

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালে চট্টগ্রাম বিমানবন্দরটি আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালু হলে অনেক বিদেশি এয়ারলাইন্স চট্টগ্রাম বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা করে। চালু থাকা যেসব বিদেশি ফ্লাইট বন্ধ হয়েছে; সেগুলো হলো- থাই এয়ার, থাই স্মাইল এয়ার, কুয়েত এয়ার, ফুকেট এয়ার, মালিন্দো এয়ার, রোটানা এয়ার, হিমালয়ান এয়ার, রাস আল কাইমা (আরএকে) এয়ার, টাইগার এয়ারওয়েজ, সিল্ক এয়ার, ভারতভিত্তিক স্পাইসজেট বিমান ও কুয়েতভিত্তিক এয়ারলাইনস জাজিরা এয়ারওয়েজ। গত ৮ মার্চ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমান এয়ারের শেষ ফ্লাইট ছেড়ে যায়।

সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, চট্টগ্রাম বিমানবন্দরে এই এয়ারলাইন্সগুলো স্বল্প সময় ফ্লাইট পরিচালনা করেছে। ব্যবসায়িক কারণেই তারা চট্টগ্রাম ছেড়ে চলে যাচ্ছে।

টিকিটের দামের প্রসঙ্গে ফ্লাই ডুবাইয়ের স্টেশন ম্যানেজার (চট্টগ্রাম) নাজিয়া আফরিন ঢাকা পোস্টকে বলেন, ‘টিকিটের দাম নিয়ে সেলস বিভাগ কাজ করে। এবিষয়ে আপনি সেলস বিভাগের সঙ্গে কথা বলতে পারেন।’

পরে ফ্লাই ডুবাইয়ের সেলস বিভাগের ডিস্ট্রিক্ট ম্যানেজার মারিয়াম সুলতানাকে একাধিকবার কল দিয়েও সংযুক্ত করা যায়নি। তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে কল ও ম্যাসেজ পাঠায় ঢাকা পোস্ট। এতেও তার সাড়া পাওয়া যায়নি।

এদিকে এয়ার অ্যারাবিয়ার অফিশিয়াল ওয়েবসাইট থেকে নম্বর নিয়ে চট্টগ্রামের সেলস বিভাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ঢাকা পোস্ট। ওই নম্বরেও সংযোগ পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

সালমান শাহ-শাকিব খানের মতোই জয়কে টার্গেট করা হলো : স্ত্রী নীড়

মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে ফিরছে দুই বাংলাদেশির লাশ

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন, হাউমাউ করে কান্না

জাতীয় পার্টির কোনো রাজনীতি নেই: ফিরোজ রশিদ

গরমে সরবরাহ কম, আরও বেড়েছে সবজির দাম

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএনপির ৭৫ নেতা বহিষ্কার

১০ কোটি টাকার অনিয়ম, পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক

‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত’

‘মাশা আল্লাহ’ লিখে যে ‘খোঁচা’ দিলেন মুশফিক

গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী