বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বেগুনের কেজি ২ টাকা, ক্ষোভে ক্ষেত ধ্বংস করলেন কৃষক

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে হঠাৎ বেগুনের বাজার দরে ধস নেমেছে। পাইকারিতে প্রতিকেজি বেগুন বিক্রি হচ্ছে মানভেদে ২ থেকে ৫ টাকা। এতে কৃষকের চাষের খরচই উঠছে না। ফলে রাগে-ক্ষোভে ক্ষেতের সব বেগুন গাছ কেটে ফেলেছেন এক কৃষক।

বুধবার (২০ মার্চ) সকাল ৮টায় কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের হাত্রাপাড়া গ্রামে এমন ঘটনা ঘটে। ওই কৃষকের বেগুন গাছকাটার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, হাত্রাপাড়া গ্রামের মো. গোলাপ মিয়ার ছেলে কৃষক মো. জুনাঈদ তার চাষকৃত ২৫ শতাংশ জমির সব বেগুন গাছ কেটে দিচ্ছেন। এ সময় তাকে বলতে শোনা যায়, মঙ্গলবার (১৯ মার্চ) সকালে স্থানীয় বাজারে বেগুন নিয়ে যান তিনি। সেখানে ২ থেকে ৫ টাকা কেজি মূল্যে বেগুন বিক্রি করতে হয়েছে। এ ছাড়াও কিছু বেগুন বিক্রি করতে না পারায় ফ্রিতে সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দিয়েছেন তিনি। সেই ক্ষোভে বেগুন ক্ষেত কেটে ফেলছেন জুনাঈদ।

মো. জুনাঈদ বলেন, ২৫ শতাংশ জমিতে বেগুনের চাষ করেছি। বর্তমানে গাছে ১০০ মণ বেগুন রয়েছে। প্রতিবছর রমজান মাসে বেগুনের অধিক মূল্য থাকায় এবার সেই আশায় এর চাষ করেছিলাম। উৎপাদন খরচ হয়েছে ৪০ হাজার টাকা। বেগুনের বর্তমান বাজারমূল্য কম থাকায় চাষের খরচের টাকায় পাওয়া যাবে না। তাই সব বেগুন গাছ কেটে দিয়েছি।

কাদিরজঙ্গল ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল খায়ের সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েকদিন আগেও বাজারে বেগুনের দাম ভালো ছিল। হঠাৎ করে বাজারে দরে ধস নেমেছে। সেই ক্ষোভ থেকেই সব গাছ কেটে দিয়েছে জুনাঈদ।

এ জাতীয় আরও খবর

৪৮ বছরে বিদেশ গেছেন এক কোটি ৬৩ লাখ ১২ হাজার ৩২৪ জন

উপজেলায় শান্তিপূর্ণ ভোটে উপস্থিতি সন্তোষজনক : কাদের

জামিন পেলেন জবি শিক্ষক দ্বীন ইসলাম

৫৮ বলে ১৬৭, বিনা উইকেটে জিতল হায়দরাবাদ

প্রথম ধাপের উপজেলা নির্বাচনে জয়ী হলেন যারা

জুলাইয়ের প্রথম সপ্তাহে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী

ঢাকায় ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা

পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অনেকাংশে সংযত করতে পেরেছি; সংসদে প্রধানমন্ত্রী

পুলিশ হেফাজতে মৃত্যু : ওসি, ডাক্তার ও জেল সুপারের বিরুদ্ধে মামলা

দুই পোলিং এজেন্টসহ তিনজনকে কারাদন্ড

ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন মির্জা ফখরুল

ফিলিস্তিনিদের দুর্দশা কমাতে মুসলিম দেশগুলোর ঐক্য প্রয়োজন : প্রধানমন্ত্রী