সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শান্তর ফর্ম নিয়ে চিন্তিত নন ব্যাটিং কোচ হেম্প

news-image

স্পোর্টস ডেস্ক : বিপিএলের গত মৌসুম নাজমুল হোসেন শান্তর জন্য ব্রেক থ্রু ছিল। দুর্দান্ত পারফরম্যান্স করে সিলেট স্ট্রাইকার্সকে ফাইনালে নিয়েছিলেন তিনি। জাতীয় দলেও ফিরেছিলেন দাপটের সঙ্গে। এবারের বিপিএল ওই শান্তর বাজে সময় কেটেছে। অফ ফর্মের মধ্যেই আবার তিনি পেয়েছেন তিন ফরম্যাটে জাতীয় দলের নেতৃত্বভার।

শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আনুষ্ঠানিকভাবে অধিনায়কত্ব শুরু করতে যাওয়া শান্তর ওপর তাই চাপ থাকা স্বাভাবিক। তবে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পাওয়া ডেভিড হেম্প জানিয়েছেন, কিছুদিন রান না পাওয়ার মানে ব্যাটিং ভুলে যাওয়া নয়।

সংবাদ মাধ্যম ক্রিকবাজকে হেম্প বলেছেন, ‘নিউজিল্যান্ড সিরিজে সে খুব ভালো ব্যাটিং করেছে। আমার মতে, কেউ রাতারাতি খারাপ ব্যাটার হয়ে যায় না। সে তার খেলাটা ভালো জানে, শক্তির জায়গা সম্পর্কেও অবগত। এখন সে কী ভাবছে, তার ব্যাটিংয়ের ধরন নিয়ে কথা বলা যেতে পারে। খারাপ সময়ে গুরুত্বপূর্ণ হলো, তাকে পজিটিভ রাখা, সে কোন জিনিসটা ভালো পারে এসব নিয়ে কথা বলা।’

শান্ত রান না পেলেও লিটন দাস, তাওহীদ হৃদয়, তানজিদ তামিমরা রান পেয়েছেন। শ্রীলঙ্কা সিরিজের আগে বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত হেম্প, ‘কেউ ভালো রান পেলে দলে তার প্রভাব পড়ে। আমরা চাই, দলের অনেকে রান করুক। তাতে এক-দু’জনের ওপর নির্ভরতা কমে। দলের কয়েক জন ভালো খেললে দলকে এটা এগিয়ে নেয়। কারণ ক্রিকেটে মূল বিষয় হলো ম্যাচ জেতা।’

হেম্প জাতীয় দলের হেড কোচ হওয়ার আগে বাংলাদেশ হাইপারফরম্যান্স দলের ব্যাটিং কোচ ছিলেন। নিউজিল্যান্ড সিরিজে ভারপ্রাপ্ত ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে তার কাজ পছন্দ করায় জাতীয় দলের ব্যাটিং কোচ হয়েছেন বলেও খবর। হেম্প জানিয়েছেন, তিনিও হাথুরুর প্যানেল কাজ করে আনন্দ পেয়েছেন।

তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে হাথুরুর সঙ্গে আমার ভালো সম্পর্ক। নিউজিল্যান্ডে তার সঙ্গে প্রথম কাজ করেছি। তার সঙ্গে কাজটা উপভোগ করেছি। আমি মনে করি, একটা পরিবেশে দীর্ঘদিন থাকলে সেখানকার কোচ, খেলোয়াড়, প্রশাসন সম্পর্কে ধারণা পাওয়া যায়, কাজের ক্ষেত্রে এটা সহায়তাও করে। এই দলে যারা আছে, তাদের অধিকাংশের সঙ্গে আমার এইচপি ও ইমার্জিং এশিয়া কাপে কাজ করার সৌভাগ্য হয়েছে।’

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?