সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির কোনো জায়গা হবে না : তথ্য প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : গোটা বিশ্বই অপপ্রচার ও গুজব নিয়ে চিন্তিত বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেছেন, ‘গুজব রোধে দেশকে যদি আমরা গুজব বা অপপ্রচারমুক্ত করতে পারি, তাহলে এ দেশে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির কোনো জায়গা হবে না।’

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমনের এক সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর পরিবারের বিভিন্ন ব্যক্তির নাম দিয়ে অনেকে ফেসবুক অ্যাকাউন্ট খোলেন, এটা সত্য।

অনেক সময় আমাদের চোখেও পড়ে। এখানো হয়তো সেগুলোর ইতিবাচক দিকে রয়েছে, তবে এ বিষয়ে অনেক সময় অনিশ্চিয়তাও (আনসার্টেনিসটি) থাকে। সব সময় ইতিবাচকভাবে থাকবে, তা কখনো আমরা বলতে পারি না। তবে কোন উৎস থেকে এগুলো খোলা হয়েছে তা জানা জরুরি, সংশ্লিষ্টদের বলেও দেওয়া আছে।

এ ধরনের অ্যাকাউন্ট কোনো উৎস থেকে খোলা যাবে না। তবে এই ভুয়া ফেসবুক অ্যাকাউন্টগুলো বন্ধ করার মতো কোনো ক্যাপাসিটি তথ্য মন্ত্রণালয়ের নেই।’
মোহাম্মদ আলী আরাফাত বলেন, ‘আইসিটি ডিভিশন, টেলিকমিউনিকেশন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহযোগিতা (কোলাবরেশন) করে একটা পথ বের করব, যাতে এ ধরনের অ্যাকাউন্ট খোলা বন্ধ করা যায়।’

সরকারি দলের সদস্য চয়ন ইসলামের ফেসবুকে গুজব ছড়ানোর বিষয়ক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘গোটা বিশ্বই আসলে অপপ্রচার ও গুজব নিয়ে চিন্তিত।

কিছুদিন আগে সুইজারল্যাণ্ডে যে ওয়ার্ল্ড ইকোনমিক সামিট হয়, সেখানে গবেষণায় অগ্রাধিকার ভিত্তিতে বলা হয়, আগামী দিনগুলোতে মানবসমাজে সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে যা আসতে পারে তা হলো ডিসইনফরমেশন ও মিসইনফরমেশন।’

তিনি বলেন, ‘কেননা এ দেশে শুধু অসত্য তথ্য ও গুজবের ওপর ভিত্তি করে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি জায়গা করে নিয়েছে। এ দেশ, জয় বাংলা, জাতীয় পতাকা, স্বাধীনতাযুদ্ধ, জাতির পিতা, সবই সত্য। এ সত্যগুলোর মধ্যে যারা বিভ্রান্তি ছড়িয়েছে এটা কিন্তু আজকের বিষয় নয়। এমনকি মুক্তিযুদ্ধ-পরবর্তী ১৯৭২-৭৫ সালে ও তার পরে একেবারে ১৯৮০-এর দিকে বিভিন্নভাবে গুজব ও অপপ্রচার দ্বারা আক্রান্ত হতাম।

সে সময়ও গুজব ও অপপ্রচার দিয়ে রাজনীতিকে নষ্ট করা হয়েছে। আজকে টেকনোলজিকে ব্যবহার আরো বেশি গুজব জোরদার হয়েছে।’
প্রতিমন্ত্রী বলেন, মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাাধীনতা এবং গণতন্ত্রকে শক্তিশালী করা যেমন গুরুত্বপূর্ণ, একই সাথে গুজবকে প্রতিহত করা, ডিসইনফরমেশনকে আটকে দেওয়া ও অ্যাকাউন্টেবল করা একইভাবে গুরুত্বপূর্ণ। এটাও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে যৌথভাবে কাজ করতে হবে। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি অপপ্রচার গুজবকে আটকে দিয়ে সব কিছু জবাবদিহির আওতায় আনা জরুরি।

 

 

 

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?