অবশেষে জয়ের দেখা সিলেটের
স্পোর্টস ডেস্ক : গত বিপিএলেই ফাইনাল খেলেছিল সিলেট স্ট্রাইকার্স। তবে এবারের দশম আসরে আগের দলের ছিঁটেফোটাও নেই তাদের মধ্যে। নবম আসরে শিরোপার এত কাছে যাওয়া দল এবার যেন জয় কাকে বলে তাই ভুলতে বসেছিল। বিপিএলে পাঁচ ম্যাচ খেলে একটিও জয় না পাওয়া দল আজ মাঠে নেমেছিল জয়ের খোঁজে। নতুন জার্সি ও নতুন অধিনায়ক নিয়ে নিজেদের ভাগ্যের পরিবর্তন করাই লক্ষ্য ছিল সিলেটের। জার্সি বা অধিনায়ক যে কোনো একটি হয়তো আজকে কাজে লেগে গিয়েছে কারণ ষষ্ঠ ম্যাচে যেয়ে অবশেষে জয়ের দেখা পেয়েছে সিলেট স্ট্রাইকার্স।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিপিএলের সিলেট পর্বের শেষ ধাপে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ব্যাটিং ও এনগ্রাভার বোলিং তোপে দুর্দান্ত ঢাকাকে ১৫ রানে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সিলেট করে ১৪২ রান জবাবে ঢাকা ৯ উইকেট হারিয়ে ১২৭ রান করে।