শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘উনি সব কিছু এমন ষড়যন্ত্র বইলা চালায়ে যাইতে চায় ক্যান!’

news-image

বিনোদন প্রতিবেদক : শোবিজে চিত্রনায়িকা শবনম বুবলী ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের ‘প্রেম’ নিয়ে তুমুল চর্চা চলছে। তাপসের স্ত্রী ফারজানা মুন্নীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, তাপস-বুবলীর সম্পর্কের কথা। যদিও ঘন্টা কয়েক মধ্যেই সেটি ‘অ্যাকাউন্ট হ্যাকড’ বলে সাফ জানিয়ে দেন মুন্নী।

কিন্তু গেল শুক্রবার রাতে নতুন করে ছড়িয়ে পড়ে একটি কথোপকথনের অডিও রেকর্ড। যেখানে মুন্নীর কণ্ঠে শোনা যায়- সেদিন ফেসবুক হ্যাকড হয়নি। পারিবারিকভাবে সেটেল্ড করার পর মুন্নীকে ‘অ্যাকাউন্ড হ্যাকড হয়েছে’ উল্লেখ করে একটি পোস্ট দিতে বাধ্য করা হয়।

প্রসঙ্গটি নিয়ে গতকাল শনিবার কথা বলতে বাধ্য হন বুবলী। জানান, তার বিরুদ্ধে ‘নোংরা ষড়যন্ত্র’ হচ্ছে। আর শিগগিরই সংবাদ সম্মেলন করে সমস্ত কিছু প্রমাণসহ কথা বলবেন এই চিত্রনায়িকা। এসব চর্চার মধ্যেই রহস্যময় এক পোস্ট দিলেন আরেক চিত্রনায়িকা পরীমণি। যেখানে তিনি একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। লিখেছেন, ‘উনি সব কিছু এমন ষড়যন্ত্র বইলা চালায়ে যাইতে চায় ক্যান!’

যার উত্তর ফেসবুকেই দেওয়ার চেষ্টা করেছেন অনেকে। সেখানেও প্রত্যুত্তরে ছিলেন পরী। একজন লিখেছেন, ‘খেলা শুরু!’ উত্তরে পরী লিখেছেন, ‘শেষ সিন চলতেছে।’ এরপর প্রশ্ন আসে, ‘ব্রডকাস্টিংয়ের দায়িত্ব নিল কে?’ পরী জানান, ‘বড়জন!’

এদিকে, গত সেপ্টেম্বরে বিবাহ বিচ্ছেদ করেছেন পরীমণি। শরীফুল রাজকে পাঠিয়েছেন তালাকনামা। এরপর নিয়মিত হয়েছেন অভিনয়ে। কাজ করছেন একাধিক সিনেমায়।

 

এ জাতীয় আরও খবর

কোটার বিষয়ে মুক্তিযোদ্ধাদের মতামত নিতে আদালতকে অনুরোধ করা হবে: মন্ত্রী মোজাম্মেল

আন্দোলনে হতাহতের সঠিক পরিসংখ্যান জানতে চায় জনগণ : মির্জা ফখরুল

সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার : প্রধানমন্ত্রী

ঢাকায় ২০৯ মামলায় গ্রেফতার ২৩৫৭

তিন সমন্বয়ক ডিবি হেফাজতে

শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে : প্রধানমন্ত্রী

ঢাকা ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস

কমেছে বেশির ভাগ সবজির দাম, চড়া পেঁয়াজ-আলু-চাল

শুক্র ও শনিবার কারফিউ থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশবিরোধী অপতৎপরতা রোধে সশস্ত্র বাহিনী কাজ করে যাবে

দে‌শে কার‌ফিউ দেওয়া মা‌নে কে‌মো দেওয়া : কা‌দের সি‌দ্দিকী

মাঠে না নামায় ভেঙে দেওয়া হলো আ.লীগের ২৭ ইউনিট কমিটি