শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘জনগণের ক্ষতি হবে এমন ফাইলে শেখ হাসিনা সই করেন না’

news-image

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : নবাবগঞ্জে কলাকোপা আনসার ভিডিপি ক্যাম্পে অনুষ্ঠিত ঢাকা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সালমান এফ রহমান। ছবি: আমাদের সময়
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণকে অনেক ভালোবাসেন। কোনো ফাইলে সই করার আগে জনগণের স্বার্থের কথা ভাবেন। তিনি দেশের জনগণের ক্ষতি হবে এমন কোনো ফাইলে সই করেন না।’

আজ রবিবার দুপুরে ঢাকার নবাবগঞ্জে কলাকোপা আনসার ভিডিপি ক্যাম্পে অনুষ্ঠিত ঢাকা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে চলেছেন। ২০৪১ সালে হবে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ মানে স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট সামাজ, স্মার্ট অর্থনীতি।’

প্রশিক্ষণের বিষয়ে তিনি বলেন, ‘এখন আর কম্পিউটারে থাকলে কাজ হবে না। বিশ্বে প্রযুক্তি এখন চতুর্থ ধাপে, তাই সকলকে সব বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে। পৃথিবীতে যেভাবে প্রযুক্তির মান বাড়ছে, প্রতিযোগিতার বাজারে টিকতে হলে সেভাবে নিজেদের তৈরি করতে হবে।’

আনসারদের উদ্দেশে সালমান এফ রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে কথা দিয়েছেন, নির্বাচন হবে অবাধ সুষ্ঠু এবং সকলের কাছে গ্রহণযোগ্য। তাই আগামী নির্বাচন যেন সফল ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে আপনাদের কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আপনারা দেশের জনগণের জন্য জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। সেজন্য আপনাদের অভিনন্দন জানাই। আপনাদের অবদানের কথা জাতি সব সময় মনে রাখবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কমান্ড্যান্ট মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক মো. রফিকুল ইসলাম।

এ সময় নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক আমিন উদ্দিন, সাইফুজ্জামান, আসলাম শিকদার, ঢাকা জেলা সহকারী পরিচালক তানজিন হোসেন তৃনা, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মতিউর রহমান, সার্কেল এএসপি আশরাফুল আলম, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভুইয়া কিসমত, সাধারণ সম্পাদক আরিফুর রহমান শিকদারসহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

কোটার বিষয়ে মুক্তিযোদ্ধাদের মতামত নিতে আদালতকে অনুরোধ করা হবে: মন্ত্রী মোজাম্মেল

আন্দোলনে হতাহতের সঠিক পরিসংখ্যান জানতে চায় জনগণ : মির্জা ফখরুল

সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার : প্রধানমন্ত্রী

ঢাকায় ২০৯ মামলায় গ্রেফতার ২৩৫৭

তিন সমন্বয়ক ডিবি হেফাজতে

শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে : প্রধানমন্ত্রী

ঢাকা ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস

কমেছে বেশির ভাগ সবজির দাম, চড়া পেঁয়াজ-আলু-চাল

শুক্র ও শনিবার কারফিউ থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশবিরোধী অপতৎপরতা রোধে সশস্ত্র বাহিনী কাজ করে যাবে

দে‌শে কার‌ফিউ দেওয়া মা‌নে কে‌মো দেওয়া : কা‌দের সি‌দ্দিকী

মাঠে না নামায় ভেঙে দেওয়া হলো আ.লীগের ২৭ ইউনিট কমিটি