এক ট্রিপেই ১৭০ মণ ইলিশ, সাড়ে ৫১ লাখে বিক্রি
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় সপ্তাহের এক ট্রিপে আবুল খায়ের (৪৫) নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৭০ মণ ইলিশ। সেই ইলিশ বিক্রি হয়েছে ৫১ লাখ ৬০ হাজার টাকায়। শনিবার বিকেলে মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের একটি আড়তে এই ইলিশ বিক্রি করেন জেলে খায়ের।
মিথুন এন্টার প্রাইজের স্বত্বাধিকারী মিথুন মিয়া জানান, প্রায় এক সপ্তাহ আগে লক্ষ্মীপুর থেকে ‘এফবি রিভার মেড’ নামের একটি ট্রলারে ১৭ জেলেসহ সাগরে যান আবুল খায়ের। এক সপ্তাহে তার জালে ধরা পড়ে ১৭০ মণ ইলিশ। শনিবার বিকেলে আড়তে আনা হয় এ ইলিশ। নিলামে এ ইলিশ বিক্রি করেন জেলে খায়ের।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এ বছর আবুল খায়ের সবেচেয় বেশি ইলিশ পেয়েছেন। আমরা আশা করছি, আবহাওয়া অনুকূলে থাকায় এ ইলিশ ধরা পড়েছে।