পদবঞ্চিতদের হামলায় জেলা ছাএদলের আহবায়ক ‘ঝাঁপ’ দিলেন নদীতে
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক ও তার সহযোগীদের উপর হামলা করেছে সদ্য সাবেক কমিটির পদবঞ্চিত নেতারা। শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া-বিজয়নগরের নবনির্মিত শেখ হাসিনা সড়কের শিমরাইলকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমানকে লাঠি দিয়ে বাড়ি ও কিল-ঘুষি মারতে মারতে তিতাস নদীতে ফেলে দেন। এতে বিশাল (২৮) নামের এক কর্মী গুরুতর আহত হন।
জানা যায়, গত ৮ জুন মধ্যরাতে জেলা ছাত্রদলের ৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। এতে শাহীনুর রহমানকে আহ্বায়ক ও সমীর চক্রবর্তীকে সদস্য সচিব করা হয়। এরপরই ফুসে উঠে সদ্য সাবেক কমিটির নেতারা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক সংঘর্ষও হয়। এরই জের ধরে শুক্রবার বিকেলে ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান ও বিশাল সড়কে ঘুরতে গেলে সাবেক আহ্বায়ক ফুজায়েল চৌধুরী ও সদস্য সচিব মহসিন মিয়ার নেতৃত্বে হামলা হয়।
এদিকে হামলার পর রাতেই কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্তে সাবেক আহ্বায়ক ফুজায়েল চৌধুরী ও সদস্য সচিব মহসিন মিয়াকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ হামলার বিষয়ে জেলা ছাএ দলের সাবেক আহ্বায়ক ফুজায়েল চৌধুরী বলেন, জেলা ছাএদলের পদবঞ্চিত জুনিয়র ছেলেরা এ হামলা চালিয়েছে। হামলা থেকে সে বাঁচতে নদীতে ঝাঁপ দিয়ে সে নেমে পড়ে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এমরানুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। ব্রীজের ওপারে সড়কে সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। লিখিত অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।