ওয়েস্ট ইন্ডিজে স্যামির সহকারী কার্ল হুপার
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজের নতুন হেড কোচ ড্যারেন স্যামির সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দেশটির সাবেক অধিনায়ক কার্ল হুপারকে। খবর ক্রিকেট পাকিস্তানের।
বৃহস্পতিবার ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডাব্লিউআই) জানায়, হুপারের পাশাপাশি সহকারী কোচ হিসেবে যোগ দিবেন ফ্লয়েড রেইফার। কোচিং স্টাফে জায়গা হয়েছে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিনেরও।
গায়ানার খেলোয়াড় হুপারই প্রথম খেলোয়াড় যিনি ৫ হাজার রান করেছেন, ১০০ উইকেট নিয়েছেন, ১০০ ক্যাচ ধরেছেন এবং টেস্ট এবং ওয়ানডেতে ১০০ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। যেই রেকর্ডে পরবর্তীতে ভাগ বসিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস।
এর আগে, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) পাশাপাশি ভারত এবং দুবাইয়ের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি দলের কোচিংয়ের দায়িত্বে ছিলেন।
ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। দশ দলের এই বিশ্বকাপে খেলতে এখন জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় বাছাইপর্বে খেলতে হবে তাদের। বাছাইপর্বেও লড়বে দশ দল। যেখানে গ্রুপ ‘এ’ তে ওয়েস্ট ইন্ডিজ লড়বে জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস এবং নেপাল।
আরও পড়ুন: ক্ষমা চেয়ে পদত্যাগের ঘোষণা ওয়েস্ট ইন্ডিজ কোচের
টেস্ট দলের জন্য অবশ্য ওয়েস্ট ইন্ডিজের ভিন্ন কোচিং প্যানেল। সেখানে হেড কোচের দায়িত্ব পালন করবেন আন্দ্রে কোলে। তার সহকারী হিসেবে থাকছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক খেলোয়াড় কেনি বেঞ্জামিন, স্টুয়ার্ট উইলিয়ামস এবং রেয়ন গ্রিফিথ।