চুয়েটের বাস ‘বাপের সম্পত্তি’ দাবি করলেন ছাত্রলীগ কর্মী!
চুয়েট প্রতিনিধি : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একটি বাসকে নিজের বাপের বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি গ্রুপের কর্মী ও যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদুর হাসান রাসেল।
গতকাল সোমবার রাতে চুয়েট সাংবাদিক সমিতির সদস্য মো. হাবিবুর রহমান আসলামকে রুমে ডেকে নিয়ে মালিকানা দাবি করেন তিনি।
গত ২৯ মে ‘চুয়েট বাসে সিট নিয়ে আধিপত্যের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশ করে চুয়েটনিউজ২৪.কম। প্রকাশিত সংবাদটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন চুয়েট সাংবাদিক সমিতির সদস্য মো. হাবিবুর রহমান আসলাম। স্ট্যাটাসের জেরে ওই দিন রাতে শহীদ মোহাম্মাদ শাহ হলের রুম নম্বর ১১৬ তে হাবিবকে মোবাইল ফোনে ডেকে নেয় ওই রুমের আবাসিক শিক্ষার্থী মাহমুদুর হাসান রাসেল।
রুমে পৌঁছানোর পর রাসেল, আগে থেকে অবস্থানরত কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবুল রায়জান আল বিরুনি, একই বিভাগ ও বর্ষের শিক্ষার্থী সুরঞ্জন সরকারসহ আরও অনেকে ফেসবুকে সংবাদ কেন শেয়ার করেছে তা নিয়ে জবাবদিহি করেন এবং তা জোরপূর্বক ডিলিট করার জন্য তারা হবিবকে হুমকি দেন।
পাশাপাশি অন্য একটি রাজনৈতিক গ্রুপের বাস দখল করা নিয়ে সংবাদ প্রকাশে তাদের কোনো আপত্তি না থাকলেও সংবাদে তাদের দখলকৃত বাসের নাম কেন আসলো এ নিয়েও হাবিবকে ধমক দেন তারা এবং বাস তাদের দখলেই থাকবে এমন হুঁশিয়ারিও দেন তারা। এক পর্যায়ে হাবিবকে উদ্দেশ্য করে রাসেল বলেন যে, ‘সাঙ্গু বাস আমার বাপের’।
ভুক্তভোগী হাবিব বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী হিসেবে নিজের দায়িত্ববোধ থেকে ওই সংবাদটি নিজের ফেইসবুক অ্যাকাউন্টে শেয়ার করি। কিন্তু তারা আমাকে এ নিয়ে রুমে ডেকে হুমকি দেয়। হুমকি উপক্ষা করে আমি হলে নিজের রুমে চলে আসি। তখনও তৃতীয় বর্ষের আরেক শিক্ষার্থী আমার রুমে এসে আবারও পোস্টটি ডিলিট করতে বলে।’
ঘটনার সত্যতা জানতে রাসেলের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে রুমে ডাকার বিষয়টি স্বীকার করের। তিনি বলেন, ‘আমাকে সিনিয়ররা হাবিবকে রুমে ডাকার জন্য বলেছিলেন। আমাদের হলের কিছু অভ্যন্তরীণ বিষয় আছে আমি তাকে ওগুলো বুঝিয়ে দিয়েছি।’
বাসকে নিজের পৈতৃক সম্পত্তি দাবির বিষয়ে বলেন, ‘এ বিষয়ে আমি সাংবাদিককে জবাবদিহি করতে বাধ্য নই।’