মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

হেলিকপ্টার ও হাতি নিয়ে বিয়ে

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : এক মাস আগে লন্ডনে বিয়ে হলেও বিবাহোত্তর সংবর্ধনায় যোগ দিতে নববধূকে নিয়ে হেলিকপ্টারে উড়ে এসে গ্রামের মাঠে নামেন বর। পরে মাঠ থেকে হাতির পিঠে চড়ে বাড়িতে যান বর। কনেকে শ্বশুরবাড়ি নেওয়া হয়ে গাড়িতে করে। ব্যতিক্রমী এমন দৃশ্য উপভোগ করেন গ্রামের শত শত মানুষ। শনিবার বিকালে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হলুদপুর গ্রামে এমন আনুষ্ঠানিকতা হয় যুক্তরাজ্যপ্রবাসী শাহ সামসুল ইসলাম ও মনিষা ইসলামের বিবাহোত্তর সংবর্ধনাকে ঘিরে। স্থানীয়রা জানান, জগন্নাথপুর উপজেলার লুদরপুর গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী সিরাজুল ইসলামের ছেলে সামসুল ইসলামের বিয়ে এক মাস আগে যুক্তরাজ্যে সম্পন্ন হয়। ওখানকার পাকিস্তানি বংশোদ্ভূত মনিষা ইসলামকে বিয়ে করেন তিনি। লন্ডনে বর ও কনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বিয়ের পর গত ৭ মার্চ দুই পরিবারের ১০ জনসহ নববধূকে নিয়ে দেশে আসেন সামসুল ও তার পরিবার। পরে তারা সিলেট শহরে অবস্থান করেন। শনিবার গ্রামের বাড়িতে আয়োজন করা হয় বিবাহোত্তর সংবর্ধনার। বিকালে সামছুল ও মনিষাকে নিয়ে লুদরপুর গ্রামের মাঠে নামে একটি হেলিকপ্টার। পরে হাতির পিঠে চড়ে নিজের বাড়িতে যান বর। আর কনেকে শ্বশুরবাড়িতে নেওয়া হয়ে গাড়িতে করে। আড়ম্বরপূর্ণ এ বিয়ের অনুষ্ঠান দেখতে ভিড় করেন গ্রামের মানুষ। বরের পিতা যুক্তরাজ্যপ্রবাসী সিরাজুল ইসলাম বলেন- স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন তিনি। এক মাস আগে তার ছেলে সামসুলের বিয়ে লন্ডনে সম্পন্ন হয়েছে। এখন গ্রামের বাড়িতে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেছেন। বর পরিবারের বড় ছেলে হওয়ায় সবাই একটু বেশি আনন্দ করতে চেয়েছে।

এ জাতীয় আরও খবর

এ সপ্তাহে শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ

বিচ্ছেদের খবর ভিত্তিহীন: সৃজিত

প্রিয় অভিনেতাকে সামনে দেখে যা করলেন জয়া

হজে যাচ্ছেন পাকিস্তানের একঝাঁক ক্রিকেটার, মাকেও নিচ্ছেন বাবর

সব দেশকে বলেছি রোহিঙ্গাদের নিয়ে যান: পররাষ্ট্রমন্ত্রী

মৌসুমের আগেই ডেঙ্গুরোগীর সংখ্যা পাঁচগুণ বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণায় জোর দিতে হবে: রাষ্ট্রপতি

শরীরের নয়, সমাজেরও রোগ সারাতে কাজ করেছেন ডা. জাফরুল্লাহ

সেই মোতালেবের পেট থেকে বের হলো আরও ৮টি কলম

সুধারসনের সেঞ্চুরিছোঁয়া ইনিংসে গুজরাটের রানপাহাড়

কোচ ছোটনের পদত্যাগকে ‘স্বাভাবিক’ বললেন সালাউদ্দিন

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এসএসসি পরীক্ষার্থী নিহত