বৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

১০ দিনের কর্মসূচি দিল বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভায় এই সিদ্ধান্ত হয়। সভায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে এই সভা হয়। সভা শেষে দশ দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপিঘোষিত এ কর্মসূচির মধ্যে রয়েছে ২৬ মার্চ ভোরে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা ও শ্রদ্ধা নিবেদন এবং সাভার থেকে ঢাকায় ফিরে শেরে বাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ।

২৫ মার্চ সকাল ১১ টায় স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা। মহানগর নাট্যমঞ্চে অথবা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের অনুমতি সাপেক্ষে তা হবে।

২৭ মার্চ বেলা ১১টায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা গণসমাবেশ হবে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এছাড়া মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সারাদেশে জেলা, মহানগরীতে বিতরণ করা হবে পোস্টার। দেশের মহানগর, জেলা, উপজেলা পৌর শহরসহ সব ইউনিটে আলোচনা সভা আয়োজন করা হবে। এ ছাড়া বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনগুলো নিজস্ব কর্মসূচি প্রণয়ন করবে।

কর্মসূচির বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা এবার সব মিলিয়ে ১০ দিন এই কর্মসূচি পালন করব। দেশের গণতন্ত্রহীন এই অবস্থার মধ্যে এবার স্বাধীনতা দিবস অনেক বেশি গুরুত্ব বহন করে। তাই যথাযোগ্য মর্যাদার সঙ্গে স্মরণ ও নতুন করে শপথ নেওয়ার জন্য এই মহান দিনটিকে পালন করতে চাই।’

২৬ মার্চের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজনৈতিক বন্দিদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান বিএনপি মহাসচিব। সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ন্যাক্কারজনক ও কলঙ্কময় অধ্যায়ের সূচনা উল্লেখ করে তিনি বলেন, ‘একটি বারে (আইনজীবী সমিতি) নির্বাচন যেখানে সুষ্ঠু হয় না, সেখানে আওয়ামী লীগের অধীনে কী করে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে? তাদের কেউ এখন বিশ্বাস করে না। এজন্যই আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে।’

বিএনপি মহাসচিবের সভাপতিত্বে যৌথসভায় আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এ বি এম মোশাররফ হোসেন, আবদুল খালেক, তাইফুল ইসলাম টিপু, আবদুস সাত্তার পাটোয়ারী, মহিলা দলের আফরোজা আব্বাস, মুক্তিযোদ্ধা দলের ইশতিয়াক আজিজ উলফাত, সাদেক আহমেদ খান, মহানগর বিএনপির আমিনুল হক, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের এস এম জিলানি, কৃষক দলের হাসান জাফির তুহিন, শহিদুল ইসলাম বাবুল, শ্রমিক দলের মোস্তাফিজুল করীম মজুমদার, মৎস্যজীবী দলের রফিকুল ইসলাম মাহতাব, আবদুর রহিম, তাঁতী দলের আবুল কালাম আজাদ, জাসাসের হেলাল খান, উলামা দলের শাহ নেছারুল হক, ছাত্রদলের কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ব্রয়লার মুরগির নতুন দাম নির্ধারণ, কাল থেকে কার্যকর

তত্ত্বাবধায়ক সরকার কখনো ফিরে আসবে না: তথ্যমন্ত্রী

চকবাজারের ইফতার ব্যবসায়ীরা প্রস্তুত

১০ উইকেটের জয়ে সিরিজ বাংলাদেশের

হোটেলে ফেরার পথে অজ্ঞান হন শাকিব, পরে ওঠে ধর্ষণের অভিযোগ

কাউকে ভোটের মাঠে আনা ইসির কাজ না : রাশেদা সুলতানা

এবার যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কিনছে সরকার

পেসারদের তোপে আয়ারল্যান্ড ১০১ রানে অলআউট

সিলেট শহরে অসহনীয় যানজট!! ভোগান্তিতে জনসাধারণ

জাতিসংঘে পানি সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেবরের দেওয়া আগুনে ঝলসে চিকিৎসাধীন ভাবির মৃত্যু

রমজানে ৯ কার্যদিবস চলবে প্রাথমিক বিদ্যালয়