মঙ্গলবার, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৈধ এজেন্সির মাধ্যমেও ঘটছে মানবপাচার

news-image

নিজস্ব প্রতিবেদক : মানবপাচার চক্রের সঙ্গে বৈধ রিক্রুটিং এজেন্সিগুলো জড়িত। অর্থাৎ এখন প্রচুর পাচার বৈধ প্রক্রিয়ায় হয়ে থাকে। এটা যেমন মেনে নেওয়া কঠিন। তেমন বলাও কঠিন হয়ে যাচ্ছে। আইনের বিভিন্ন ফাঁদ তৈরি করে তারা এসব কাজ করে বেড়াচ্ছে।

আজ মঙ্গলবার রাজধানীর প্রেস ক্লাবে অবস্থিত সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির আয়োজিত মানবপাচার বিষয়ক আলোচনাসভায় এসব কথা বলেন বক্তারা।

বক্তারা বলেন, ‘আমরা শুধু ভিক্টিমের সুরক্ষার কথা বলে থাকি। কিন্তু এই ভিক্টিম যারা তৈরি করছে তাদের কথা কিন্তু আমরা কোথাও বলছি না। সংঘবদ্ধ চক্রকে ফোকাসে না রেখে যদি আলাপ করা হয় তবে সে আলাপ সফলতা নিয়ে আসবে না। আমাদের চক্রবদ্ধ দল খুব বড় না। কিন্তু কেন আমরা এখনো তাদের আইনের আওতায় আনতে পারলাম না সেটি নিয়ে এখন আলাপ করতে হবে। আমরা আইনের সুবিচারের কথা বললেও আমাদের ভিক্টিমরা আইনের সহযোগিতা নিতে চায় না। ভিক্টিমকে সুরক্ষা দেয়ার দায়িত্ব কী শুধু পুলিশের? আমরা কী কোনো কমিউনিটি যুক্ত করতে পেরেছি এ ভিক্টিমের পাশে দাঁড়ানোর জন্য?’

বক্তারা আরো বলেন, ‘কমিউনিটিকে যদি সংঘবদ্ধ করা যেত তাহলে সে কমিউনিটি এ ভিক্টিমের সুরক্ষার জন্য সকল পদক্ষেপ গ্রহণ করত। আমরা কিন্তু এখনো সেটি করতে পারিনি। আমাদের সমাজ কিন্তু এখনো এই পাচার হওয়া ভিক্টিমের পাশে দাঁড়াতে পারে না। উল্টো তার বিপরীত পাশে সমাজ সব সময় অবস্থান করছে। ভিক্টিমের সুরক্ষার জন্য সরকারের পাশাপাশি আমাদের এনজিও গুলো একত্রিত হতে হবে। নইলে কখনোই পাচার হওয়া ভিক্টিমের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে না।’

আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘২০০৯ সাল থেকে অনেক বাঁধা বিপত্তির মধ্য দিয়ে ২০১২ সালে আমরা মানবপাচার দমন আইন তৈরি করতে পেরেছি। এই মানবপাচার মানবাধিকারের একটি চরম লঙ্ঘন। এটা আমরা অনেকেই অনুভব করিনা আবার অনেকেই জানিনা। এই মানবপাচারের কারণে অনিরাপদ অভিবাসনের সৃষ্টি হতে যাচ্ছে। এই না জানার কারণে ২০১২ সালে আমরা যা বলে এসেছি ২০২২ সালেও এসে তাই বলছি।’

তিনি আরো বলেন, ‘একজন ভিক্টিম যতক্ষণ পর্যন্ত নিরাপদ বোধ না করে ততক্ষণ পর্যন্ত তিনি মামলা করতে চান না। এ ক্ষেত্রে দেখা যায় অনেক সময় পাচারকারী চক্র উল্টো ভিক্টিমের বিরুদ্ধে মামলা করেন। সে মামলা অগ্রগতিও পায়। তাই আসুন এখনি এসব বিষয়ে সচেতন হই। সচেতনতা বৃদ্ধি না হলে এই পাচার ভয়াবহতে রূপ নিবে। এ পাচার রোধ করার জন্য রাষ্ট্রেরও দায়িত্ব রয়েছে। রাষ্ট্রকেও তার সে দায়িত্ব পালন করতে হবে।’

আলোচনাসভায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালমা আলী বলেন, ‘আমরা যেরকম মানবাধিকার কমিশন চেয়েছিলাম সেরকম মানবাধিকার কমিশন পাইনি। তবে যতটুকু করা যায়। অন্তত এ বিষয়গুলোকে মনিটর করার জায়গা কিন্তু কমিশনের রয়েছে। কমিশনের উচিত হবে এখনি এ কাজগুলোতে হাত দেওয়া ও সোচ্চার হওয়া। তবেই এই মানব পাচার কমিয়ে আনা সম্ভব হবে।’

আলোচনাসভায় আরো উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত বিভাগীয় বিচারক জেসমিন আরা বেগম, বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহা পরিদর্শক শাহ আলম, আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব আবু সালেহ মোহাম্মদ সালাউদ্দিন খাঁ ও উইনরোক ইন্টারন্যাশনালের আশাস প্রোজেক্টের প্রধান দিপতা রাকশিত।