বৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

আ.লীগ উপকমিটির সদস্য হতে চাইলেন মাহী, কাদেরের আশ্বাস

news-image

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাওয়ার মাধ্যমে রাজনীতিতে সক্রিয় হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহী। তৃণমূলে করেছিলেন গণসংযোগ। শেষ পর্যন্ত মনোনয়ন পাননি ঢালিউডের এই নায়িকা। এবার তিনি দলটির সংস্কৃতি বিষয়ক উপকমিটিতে সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানেই তিনি তাঁর এই আগ্রহ প্রকাশ করেন।

এ ব্যাপারে মাহিয়া মাহী গণমাধ্যমকে বলেন, ‘আমি এবং আমার স্বামী আজ সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গিয়েছিলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্যারের সঙ্গে দেখা করতে। নির্বাচনের আপডেট জানাতে গিয়েছিলাম। এ সময় সংগঠনে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছি। সেখানে আরও অনেকে ছিল। তাদের মধ্যে কেউ কেউ বলেছেন—আমি যেহেতু সাংস্কৃতিক অঙ্গনের মানুষ। সংস্কৃতি উপকমিটিতে রাখা যায় কিনা…। এর পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের স্যার বলেছেন—বিষয়টি তারা দেখবেন।’

মাহীর স্বামী রাকিব সরকার বলেন, ‘আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ডে যুক্ত হয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন মাহিয়া মাহী। তাঁকে এলাকার রাজনীতিতে সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন ওবায়দুল কাদের সাহেব। এ ছাড়াও মাহীকে কোনও পদে রাখা যায় কিনা, সেটিও আলোচনায় উঠেছে।’

এ বিষয়ে জানতে চাইলে দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এমন কিছু জানা নেই বলে গণমাধ্যমকে জানান।

এ জাতীয় আরও খবর

ব্রয়লার মুরগির নতুন দাম নির্ধারণ, কাল থেকে কার্যকর

তত্ত্বাবধায়ক সরকার কখনো ফিরে আসবে না: তথ্যমন্ত্রী

চকবাজারের ইফতার ব্যবসায়ীরা প্রস্তুত

১০ উইকেটের জয়ে সিরিজ বাংলাদেশের

হোটেলে ফেরার পথে অজ্ঞান হন শাকিব, পরে ওঠে ধর্ষণের অভিযোগ

কাউকে ভোটের মাঠে আনা ইসির কাজ না : রাশেদা সুলতানা

এবার যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কিনছে সরকার

পেসারদের তোপে আয়ারল্যান্ড ১০১ রানে অলআউট

সিলেট শহরে অসহনীয় যানজট!! ভোগান্তিতে জনসাধারণ

জাতিসংঘে পানি সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেবরের দেওয়া আগুনে ঝলসে চিকিৎসাধীন ভাবির মৃত্যু

রমজানে ৯ কার্যদিবস চলবে প্রাথমিক বিদ্যালয়