শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চরম দুঃসময় কাটাচ্ছে বিএনপি : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, ‘আজকে বিএনপি চরম দুঃসময় কাটাচ্ছে। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গৃহবন্দি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাসিত অবস্থায় রয়েছেন। ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছে। অনেকে কারাগারে রয়েছেন। আগামী নির্বাচন অনিশ্চিত। আমরা জনগণকে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করছি।’

বাংলাদেশ সময় আজ সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের লেখা আটটি গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন মির্জা ফখরুল। তিনি ভার্চ্যুয়ালি এ অনুষ্ঠানে যুক্ত ছিলেন। নিউইয়র্কের জ্যাকসন হাইটস জুইস সেন্টারে এই মোড়ক উন্মোচন ও প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করেন প্রবাসী বাংলাদেশিরা। গ্রন্থগুলোর লেখক ড. খন্দকার মোশাররফ হোসেন ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সূচনা বক্তব্য দেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা বর্তমানে একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছি। দেশের গণতন্ত্রকে হরণ করা হয়েছে। আওয়ামী লীগ আগেও একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। জনগণকে বোকা বানিয়ে আওয়ামী লীগ বিভিন্ন কায়দায় বর্তমানেও একদলীয় শাসন চাপিয়ে দিয়েছে।’

গ্রন্থগুলোর ব্যাপারে মির্জা ফখরুল বলেন, ‘ড. মোশাররফের মধ্যে যেমন দৃঢ়তা রয়েছে, তার লেখার মধ্যেও তা প্রতিফলিত হয়েছে। তার লেখায় যেমন রাজনীতি রয়েছে, তেমন অর্থনীতিও রয়েছে। বইগুলো পড়ে পাঠক ইতিবাচক ধারণা নিয়ে জীবনকে সমৃদ্ধ করতে পারবে। তার রচিত বইগুলো ছড়িয়ে দিলে জনগণ ও রাজনীতি উপকৃত হবে।’

সাবেক সিনিয়র জেলা জজ নূর মোহাম্মদ জাহাঙ্গীর সরকারের সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ড. মোশাররফ রচিত আটটি গ্রন্থের বিশদ বিবরণ উপস্থাপন করেন। এ সময় আরও যুক্ত ছিলেন মুশফিকুল ফজল আনসারি, ডা. মজিবুর রহমান মজুমদার, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন ও সরাফত হোসেন বাবু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সালমান শাহ-শাকিব খানের মতোই জয়কে টার্গেট করা হলো : স্ত্রী নীড়

মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে ফিরছে দুই বাংলাদেশির লাশ

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন, হাউমাউ করে কান্না

জাতীয় পার্টির কোনো রাজনীতি নেই: ফিরোজ রশিদ

গরমে সরবরাহ কম, আরও বেড়েছে সবজির দাম

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএনপির ৭৫ নেতা বহিষ্কার

১০ কোটি টাকার অনিয়ম, পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক

‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত’

‘মাশা আল্লাহ’ লিখে যে ‘খোঁচা’ দিলেন মুশফিক

গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী