রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শান্তিপূর্ণ কর্মসূচিতে তাণ্ডব চালাচ্ছে সরকার: বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : গণ-আন্দোলনে ভীত হয়ে সরকার দমন-নিপীড়ন চালিয়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে তাণ্ডব সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি দপ্তরের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। আজ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

প্রিন্স বলেন, ‘স্বাধীনভাবে রাজনীতি এবং রাজনৈতিক কর্মসূচি পালন করার অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। সরকারের মন্ত্রী-নেতারা হর-হামেশাই বলেন, দেশে সকলের রাজনীতি করার অধিকার রয়েছে। বিদেশিদের সামনে তারা বলেন, বিরোধী দলের কর্মসূচি পালনে সরকার সর্বাত্মক সহযোগিতা করে থাকে। সরকারের এই বয়ান বানোয়াট ও ভিত্তিহীন। প্রকৃত সত্য এই যে, সরকার কর্তৃত্ববাদী শাসন অব্যাহত রাখতে রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছে।’

গতকাল সোমবার বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো দেশব্যাপী মহানগর ও উপজেলা পর্যায়ে ১০ দফা বাস্তবায়ন ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করে। বিষয়টি উল্লেখ করে প্রিন্স বলেন, ‘অধিকাংশ জায়গায় প্রশাসনকে দিয়ে চাপ সৃষ্টি করা হয়েছে। তারপরেও সরকারের বাধা, হামলা, গ্রেপ্তার উপেক্ষা করে জনগণকে নিয়ে সমাবেশ ও মিছিলের কর্মসূচি সফল করা হয়েছে।’

তিনি অভিযোগ করেন, ‘চট্টগ্রামে মিছিল পূর্ব সমাবেশ চলার সময় বিনা উসকানিতে আগত নেতাকর্মীদের ওপর আক্রমণ করে পুলিশ। তারা বেধড়ক লাঠিচার্জ, গুলি, সাউন্ড বোমার হামলায় সমাবেশ পণ্ড করে দেয়। পুলিশের এই সাঁড়াশি অভিযানে ১০ জন গুলিবিদ্ধসহ শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। গ্রেপ্তার করা হয় ২০ জনকে। রাতে পুলিশ চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম, সদরঘাট থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর খানকে গ্রেপ্তার করে।’

তিনি বলেন, ‘চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি চালিয়েছে। সীতাকুণ্ডে সমাবেশস্থল উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী সুজাউদ্দিনের মালিকানাধীন মুন স্টার কনভেনশন হলে আওয়ামী সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতিতে বোমা হামলা চালিয়েছে এবং ব্যাপক ভাঙচুর করেছে।’

‘এ ছাড়া ময়মনসিংহের গৌরীপুর সদরে বিএনপির মিছিল চলার সময় পুলিশের উপস্থিতিতে হারুন পার্কের সামনে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা হামলা চালায়। এতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ আজিজুল হক ও অচিন্তপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল আউয়াল গুরুতর আহত হন। এ সময় সন্ত্রাসীরা ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী তানজিল চৌধুরী লিলি, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান সোহেলকেও আহত করে।’

অপরদিকে মুক্তাগাছা বিএনপির সমাবেশে আগত নেতাকর্মীদের ওপর পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীরা ন্যাক্কারজনক হামলা চালায় বলে অভিযোগ করেন প্রিন্স। হামলায় ১০ জন নেতাকর্মী আহত হয় ও নেতাকর্মীদের যানবাহন ভাঙচুর করা হয়। পরে পৌর বিএনপির নেতা সোহেল ও আউয়ালকে রাতে গ্রেপ্তার করা হয়।

প্রিন্স বলেন, ‘ধামরাইয়ে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ যৌথভাবে হামলা চালায়। গ্রেপ্তার করা হয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিন, দোহার পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান দেওয়ান, ধামরাই পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মারুফ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মর্তুজ আলী, ধামরাই উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মিকাইল, বিএনপি নেতা আব্দুল হাই, জাকির হোসেন ও স্বেচ্ছাসেবক দল নেতা লাভলুকে।’

তিনি বলেন, ‘সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কর্মসূচি চলাকালে পুলিশ অতর্কিত হামলা চালায় এবং বিএনপি কর্মী মিজানুর রহমান বাবু, বাবুল আহমেদ, মো. মামুন, মোহাম্মদ আলী খোকন, আসলাম মিয়া ও মনিরুলকে গ্রেপ্তার করে। শেরপুরের নকলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন মুক্তি, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদুজ্জামান মাসুমসহ শ্রীবর্দী উপজেলা বিএনপির ৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ ও মিথ্যা মামলা দায়ের করে।’

‘কুষ্টিয়া পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ও ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাফিজুর রহমান খোকন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তালেব, যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরান জামানকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহীর বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।’

প্রিন্স বলেন, ‘পলাশ উপজেলায় মিছিলে আসার সময় আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নরসিংদীর পলাশ থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পাপন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। সিলেটের গোয়াইঘাটে সমাবেশ চলার সময় আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত হয় জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহেল আহমেদ ও উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ওয়ারিস উদ্দিন আহমেদ।’

‘মাদারীপুর জেলার ডাসার উপজেলায় বিএনপির মিছিল শেষে দলীয় কার্যালয়ে বসলে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ যৌথভাবে হামলা চালিয়ে কার্যালয় ভাঙচুর এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহাদ মোল্লাকে গুরুতর আহত করে। এ ছাড়াও টাঙ্গাইলের ঘাটাইল, গাজীপুরের শ্রীপুর,সিরাজগঞ্জ, শেরপুরের নকলা, নালিতাবাড়ী, শ্রীবর্দী, কিশোরগঞ্জের কুলিয়ারচর, ভৈরবসহ বিভিন্ন স্থানে হামলা চালায় পুলিশ।’

প্রিন্স বলেন, ‘আমরা এই হামলা, গ্রেপ্তার, গুলি, মামলা, দমন-নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ অবিলম্বে গ্রেপ্তারদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও হামলাকারীদের শাস্তির দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর