শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিবি পরিচয়ে সাংবাদিকের ১০ লাখ টাকার মালামাল লুট

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে যুক্তরাষ্ট্র-ফেরত প্রবাসী সাংবাদিকের কাছ থেকে পাঁচ হাজার ১২০ ডলার ও মোবাইল ফোনসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী গাড়িটি শুক্রবার রাত ৩টায় সিদ্ধিরগঞ্জের আটিওয়াপদা কলোনি এলাকায় পৌঁছলে ডিবি পুলিশ পরিচয় দিয়ে সশস্ত্র ডাকাত দল প্রবাসী সাংবাদিককে বহন করা গাড়ি আটকে এ ডাকাতির ঘটনা ঘটায়।

এর আগে, যুক্তরাষ্ট্র-ফেরত প্রবাসী সাংবাদিক ও সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক মো. আরিফ হোসাইন কুয়েত এয়ারওয়েজের একটি বিমানে করে শুক্রবার রাত পৌনে ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

রাত ১টা ৫০ মিনিটে একটি মাইক্রোবাসযোগে এয়ারপোর্ট থেকে সিদ্ধিরগঞ্জের মিজমিজির তার বাসায় যাচ্ছিলেন আরিফ। এ সময় গাড়িটি কাঁচপুর সেতুর পশ্চিম পাশে ইউটার্ন নিয়ে সিদ্ধিরগঞ্জের আটিওয়াবদা কলোনি এলাকায় আসামাত্র গাড়িটিকে একটি হাইয়েস গাড়ি সিগন্যাল দিলে প্রথমে চালক শহিদুল ইসলাম সামনের দিকে এগিয়ে যেতে থাকেন।

এ সময় খাজা লাইমস নামে একটি চুন কারখানার সামনে সাদা রঙের হাইয়েস দিয়ে তাদের গাড়িটির গতিরোধ করে সাংবাদিক মো. আরিফ হোসাইনকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তল্লাশির নামে তার মানিব্যাগ ছিনিয়ে নেয়।

যেখানে তার পাসপোর্ট, আমেরিকার গ্রিনকার্ড ও ব্যাংকের ডেভিড-ক্রেডিট কার্ডসহ অন্য প্রয়োজনীয় কাগজপত্র ছিল। পরে আরিফকে গাড়ি থেকে নামিয়ে মারধর করতে থাকে। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে তার বাড়ির কেয়ারটেকার মো. মিজানুর রহমানকেও মারধর করে আহত করে ডিবি পরিচয়ে ওই ডাকাতরা।

এ সময় ডিবি পুলিশের জ্যাকেট পরা ৭-৮ জন ডাকাত প্রবাসী আরিফের কাছ থেকে পাঁচ হাজার ১২০ ডলার, আমেরিকান গ্রিনকার্ড, পাসপোর্ট, আইফোন-১৪ প্রোমেক্স , ক্রেডিটকার্ড ও মালামালসহ প্রায় ১০ লাখ টাকার মাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, ডাকাতির ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

সালমান শাহ-শাকিব খানের মতোই জয়কে টার্গেট করা হলো : স্ত্রী নীড়

মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে ফিরছে দুই বাংলাদেশির লাশ

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন, হাউমাউ করে কান্না

জাতীয় পার্টির কোনো রাজনীতি নেই: ফিরোজ রশিদ

গরমে সরবরাহ কম, আরও বেড়েছে সবজির দাম

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএনপির ৭৫ নেতা বহিষ্কার

১০ কোটি টাকার অনিয়ম, পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক

‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত’

‘মাশা আল্লাহ’ লিখে যে ‘খোঁচা’ দিলেন মুশফিক

গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী