শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শীত উপেক্ষা করে মেট্রোরেলে উপচেপড়া ভিড়

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় এবার শীত এসেছে স্বাভাবিক সময়ের অনেকটা পরে। গত দুই দিনে শীতের অনুভূতি অনেকটাই হাড়কাঁপানো। তবে আজ শুক্রবার ছুটির দিন হওয়ায় শীত উপেক্ষা করে মেট্রোরেলে ভ্রমণ করছেন রাজধানীর বাসিন্দারা। এতদিন যারা কাজ ও দূরত্বের কারণে প্রিয়জন নিয়ে মেট্রোরেলে ভ্রমণ করতে পারেননি, এমন অনেকেই আজ আগারগাঁও স্টেশনে ভিড় জমান। এদিন সকাল থেকেই যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

আজ সকালে আগারগাঁও স্টেশনের বাইরে প্রবেশপথে যাত্রীদের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়।

কবিরুল হাসান নামে স্টেশনের ভেতরে টিকেট কেটে অপেক্ষা করা এক যাত্রী বলেন, ‘আমাদের বাড়ি যশোর, ঢাকায় একটি কাজে এসেছিলাম। আমি দেশের বাইরে বেশ কয়েকবার মেট্রোরেলে উঠেছি। তাই পরিবার নিয়ে নিজ দেশের মেট্রোরেলে ভ্রমণ করতে এসেছি। এটা আমাদের জন্যে অনেক গর্বের।’

কমলাপুরের এজিবি কলোনি থেকে এসএসসি পরীক্ষার্থী মেয়ে আবিদাকে নিয়ে মেট্রোরেল ভ্রমণ করতে এসেছেন জাহানারা আক্তার। তিনি বলেন, ‘কমলাপুর থেকেও অনেক সুন্দর মেট্রোরেলের স্টেশন। এত সুন্দর এই স্থাপনা দেখে ভালো লাগছে, ট্রেনে উঠলে আরও ভালো লাগবে।’

শেওড়া পাড়াবাসী জাহান বলেন, ‘বাড়ির কাছেই মেট্রোরেল চালু হয়েছে কিন্তু সময়ের অভাবে উঠতে পারিনি। তাই আজ ছুটির দিনে এসেছি। মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হলে আরও অনেক ভালো হত।’

মেট্রোরেলের স্টেশনে নিরাপত্তার দায়িত্বে থাকা মারুফ নামের একজন বলেন, ‘আজ ছুটির দিন হওয়ার যাত্রীদের অনেক চাপ রয়েছে। সপ্তাহের অন্যদিনেও ভিড় থাকে। তবে শুক্র ও শনিবার ছুটির দিনে বেশি চাপ থাকে।’

মেট্রোরেলের টিকেট কাটার মেশিনে কি ধরনের সমস্যা হয় জানতে চাইলে স্টেশন সংশ্লিষ্ট একজন জানান, মেশিনে যাত্রীরা ছেড়া টাকা দেওয়ার কারণে কিছুটা সমস্যা হয়। তখন সেই মেশিন ঠিক করতে ১৫-২০ মিনিট লেগে যায়। পুরনো ও ছেড়া টাকা না দিলে কোনো সমস্যা হয় না। যাত্রীদের ছেড়া এবং পুরনো টাকা না দিতে অনুরোধ করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪

জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন : রাষ্ট্রপতি

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীসহ দু’জনকে গুলি করে হত্যা

ওবায়দুল কাদেরের প্রশ্ন; সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)