বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শামসুল হুদাকে ফাঁসিতে ঝোলানো হবে: দুলু

নওগাঁ প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘২০০৮ সালে নির্বাচন কমিশনার ছিলেন ড. এ টি এম শামসুল হুদা। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন শামসুল হুদাকে ফাঁসিতে ঝোলানো হবে। সে সময় ওয়ান ইলেভেন নায়েক ময়েন উদ্দিন-ফকরুদ্দিনের যোগসাজশে আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় এনেছিল। এরপর প্রতিবারই আওয়ামী লীগের গুন্ডাপান্ডারা ভোট চুরি করে ক্ষমতায় আছে। আগামীতে যাতে ভোট চুরি করে ক্ষমতায় আসতে না পারে সেজন্য তারেক জিয়ার নেতৃত্বে ব্যর্থ করে দেওয়া হবে।’

আজ বুধবার দুপুরে নওগাঁ শহরের পিএম বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা বিএনপি আয়োজিত বিএনপির ১০ দফা দাবি ও রাষ্ট্র মেরামতের ২৭ দফা রূপরেখা বিষয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘এতোদিন যারা অত্যাচার করেছে যতোই আমরা সংস্কারের কথা বলি না কেন, তাদের কি মাফ করা যাবে? বাংলার মানুষ তাদের মাফ করবে না। জনতার আদালতে আজকের সরকার প্রধান শেখ হাসিনাসহ সেই সব জুলুমকারীদের বিচার করা হবে।’

সাবেক এই উপমন্ত্রী বলেন, ‘আজকে যারা আমার কর্মীদের অত্যাচার করেছে, যারা আমার হাত ভেঙে দিয়েছে, মাথা ফাটিয়েছে, আমার ছেলেদের গুলি করে হত্যা করেছে, তাদের কোনো মাফ হবে না। তাদের বিচার জনতার আদালতে আমরা করতে চাই। কেউ ছাড় পাবে না।’

পুলিশ সদস্যদের উদ্দেশে বিএনপির এই নেতা আরও বলেন, ‘আপনারা জনতার সঙ্গে থাকুন। এ দেশের ৯৫ শতাংশ মানুষ এই সরকারের বিরুদ্ধে। আপনারা ভোট দিয়ে গতবার আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় বসিয়েছেন। এ দেশের জনগণ আর এই অবৈধ সরকারকে চায় না। আপনারা দয়া করে আর এই অবৈধ সরকারকে সহযোগিতা করবেন না। গত ১৫ বছরে যে সমস্ত পুলিশ সদস্য সততার সঙ্গে কাজ করার জন্য এবং আওয়ামী লীগ না করার জন্য চাকরি চলে গেছে, তাদের চাকরি ফেরত দেওয়া হবে। ক্ষতিপূরণসহ যোগ্যতা অনুযায়ী তাদের মূল্যায়ন করা হবে।’

বিএনপি ঘোষিত ১০ দফা দাবি ও রাষ্ট্র মেরামতের রূপরেখা ২৭ দফা উপস্থাপন করে রুহুল কুদ্দুস তালুকদার বলেন, ‘জনগণের মতামত নিয়েই বিএনপি ১০ দফা কর্মসূচি প্রণয়ন করেছে। এতে দেশের মানুষের মতামতের প্রতিফলন ঘটেছে। পরপর অবৈধভাবে ক্ষমতায় এসে এই সরকার রাষ্ট্রের সকল অঙ্গকে কলুষিত করেছে, বিতর্কিত করে ফেলেছে। তাই রাষ্ট্রকে মেরামত করার জন্য বিএনপি ২৭ দফার রূপরেখা ঘোষণা করেছে। ২৭ দফার রূপরেখা বাস্তবায়নের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।’

নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন। জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ-সমবায় বিষয়ক সম্পাদক ও নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, শেখ রেজাউল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিউল আজম প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

৪৮ বছরে বিদেশ গেছেন এক কোটি ৬৩ লাখ ১২ হাজার ৩২৪ জন

উপজেলায় শান্তিপূর্ণ ভোটে উপস্থিতি সন্তোষজনক : কাদের

জামিন পেলেন জবি শিক্ষক দ্বীন ইসলাম

৫৮ বলে ১৬৭, বিনা উইকেটে জিতল হায়দরাবাদ

প্রথম ধাপের উপজেলা নির্বাচনে জয়ী হলেন যারা

জুলাইয়ের প্রথম সপ্তাহে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী

ঢাকায় ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা

পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অনেকাংশে সংযত করতে পেরেছি; সংসদে প্রধানমন্ত্রী

পুলিশ হেফাজতে মৃত্যু : ওসি, ডাক্তার ও জেল সুপারের বিরুদ্ধে মামলা

দুই পোলিং এজেন্টসহ তিনজনকে কারাদন্ড

ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন মির্জা ফখরুল

ফিলিস্তিনিদের দুর্দশা কমাতে মুসলিম দেশগুলোর ঐক্য প্রয়োজন : প্রধানমন্ত্রী