শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগে বাবা আটক

news-image

ঢামেক প্রতিবেদক : গোপালগঞ্জ সদরের শুকতাইল গ্রামে বাবার মারধরে আহত শিশু মো. জোনায়েদ সিদ্দিকী (৫) মারা গেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে বাবা মো. সাইফুল ইসলামকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’

জোনায়েদের মা কামরুন নাহার অভিযোগ করেন, গত ১ জানুয়ারি দুপুরে তাদের বর্তমান ভাড়া বাসায় শুয়ে মোবাইলে ফোনে গেম খেলছিল স্বামী সাইফুল। তখন স্বামী-স্ত্রীর কলহের একপর্যায়ে শিশু জোনায়েদকে মোবাইল ফোন দিয়ে আঘাত করেন তার বাবা। এ নিয়ে প্রতিবাদ করায় সাইফুল তার স্ত্রীকে মারধর করেন।

এ সময় সাইফুল আরও ক্ষিপ্ত হয়ে সন্তানকে ধরে আছাড় দেন। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতাল এবং ওই দিনই ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল জোনায়েদ। এর আগে এক কন্যাসন্তান ৭ মাস বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়।

এ বিষয়ে জানতে চাইলে আটক শিশুটির বাবা বলেন, ‘তিন বছর আগে আমার ছোট মেয়েটা মারা যায়। এরপর আমার মাথাটা যেন কেমন হয়ে গেছে। পরে কিছুই মনে থাকে না।’

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪

জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন : রাষ্ট্রপতি

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীসহ দু’জনকে গুলি করে হত্যা

ওবায়দুল কাদেরের প্রশ্ন; সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)