শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি নেতা ফারুকের দুর্নীতির মামলা চলবে

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সাবেক চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন-দুদকের দায়ের করা মামলা চলবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে মামলাটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ফারুকের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। তার সঙ্গে ছিলেন এইচ এম সানজিদ সিদ্দিকী। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী হাসান এম এস আজিম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি।

জয়নাল আবদীন ফারুক এবং তার স্ত্রী ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামে অর্জিত যাবতীয় স্থাবর/ অস্থাবর সম্পদ সম্পত্তি দায়-দেনা আয়ের উৎস ও তা অর্জনের বিবরণ দাখিল না করায় তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো পরিদর্শক মো. আমিনুল ইসলাম ২০০০ সালের ১৯ জানুয়ারি মামলা করে।

পরে ২০১০ সালে ওই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে ফারুক। তবে এ বিষয়ে জারি করা রুল খারিজ করে দেন হাইকোর্ট। একইসঙ্গে স্থগিতাদেশ প্রত্যাহার করে দেন আদালত।

 

এ জাতীয় আরও খবর