রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ওষুধ কোম্পানির কর্মীর মৃত্যু

news-image

বগুড়া ব্যুরো : বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ওষুধ কোম্পানির এক কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সোয়া ৯টার দিকে শহরের নিশিন্দারা এলাকার এক তে‌লের পাম্পের পাশে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মতিউর রহমান (৪০)। তিনি বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের কালিবালা গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে। তিনি শহরের গোদারপাড়া এলাকার বি.জি ল্যাবরেটরিজে কর্মরত ছিলেন। তবে তিনি ওই কোম্পানিতে কী হিসেবে কর্মরত ছিলেন সে বিষয়ে কোনো কিছু জানা যায়নি বলে জানান উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সুজন মিয়া।

বগুড়া সদর থানা সূত্র জানায়, শনিবার সকালে মতিউর বাড়ি থেকে বের হয়ে গোদারপাড়া অফিসে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে নিশিন্দারা এলাকায় ছুরিকাঘাত করে। স্থানীয়রা মতিউরকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে গেলে সকাল পৌনে ১০ টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সুজন মিয়া জানান, মরদেহ বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা আছে। এ বিষয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের কাজ শুরু হয়েছে। ত‌বে কে বা কারা কী কার‌ণে এই হামলা কর‌ল তা প্রাথ‌মিক ভা‌বে নি‌শ্চিত হওয়া যায়‌নি।

 

এ জাতীয় আরও খবর