শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির আরও ৫ নেতার ডিভিশন চেয়ে রিট

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলার সভাপতি খায়রুল কবির খোকন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ দলটির আরও পাঁচ নেতাকে ডিভিশনের সুযোগ সুবিধা প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) এ আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

আবেদনকারী অন্য তিনজন হলেন- ফজলুল হক মিলন, বরিশালের আবুল হোসেন ও আব্দুস সালাম।

এ বিষয়ে আদেশের জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেছেন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ বলেও জানান এই আইনজীবী।

সকালে সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলীর আদালতে মির্জা ফখরুল ইসলাম ও মির্জা আব্বাসের সঙ্গে আরও পাঁচজনের পক্ষে কারাগারে ডিভিশন সুবিধা চেয়ে সম্পূরক আবেদন করেন। পরে ওই আবেদন শুনে আদালত আগামীকাল বৃহস্পতিবার আদেশের জন্য রাখেন। এদিকে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিষয়টি খোঁজ নিয়ে আদালতকে জানাবেন বলে জানান।

আদালতে বিএনপি নেতাদের শুনানি করেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ, সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার নাসির উদ্দিন অসিমসহ বিএনপিপন্থী আইনজীবীরা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

গত ৭ ডিসেম্বর বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক হয় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, খায়রুল কবির খোকনসহ ৪৫০ জন।

পরে আদালত তাদের জামিন নামঞ্জুর করে ৪৪৫ জনকে কারাগারে পাঠায় আদালত।

 

এ জাতীয় আরও খবর

হঠাৎ স্থগিত সাফ চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশে নির্বাচনের আগে প্রেসিডেনশিয়াল ডিবেট হওয়া দরকার: ইশরাক

মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর

হঠাৎ স্থগিত সাফ চ্যাম্পিয়নশিপ

মার্চে সড়কে প্রাণ হারিয়েছেন ৬১২ জন

ভারতের সঙ্গে বাণিজ্যসহ একাধিক চুক্তি বাতিল করল পাকিস্তান

শ্বশুরকে জামাতার ফোন, ‘তোমার মেয়েকে খুন করেছি’

পারভেজ হত্যায় দোষ স্বীকার করে মাহাথিরের জবানবন্দি

ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করলেও রপ্তানিতে প্রভাব পড়বে না: বাণিজ্য উপদেষ্টা

ভারত নাকি পাকিস্তান, কার সেনাবাহিনী কতটা শক্তিশালী?

পানি বন্ধ করলে যুদ্ধের ইঙ্গিত পাকিস্তানের

ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর স্থগিত