শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আইপিএল নিলামে সাকিব, লিটন, তাসকিন, আফিফ

news-image

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩ মৌসুমের নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় সব মিলিয়ে ৪৫০ জন ক্রিকেটার রয়েছেন। যেখানে বাংলাদেশ থেকে সাকিব আল হাসানের সঙ্গে আছেন লিটন দাস, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন।

বিসিসিআই আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইপিএলের নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে।

আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আগে থেকেই ধরে রেখেছে।

গতবার ২ কোটি রুপি ভারতীয় ভিত্তিমূল্য নিলামে ছিলেন সাকিব। তবে তাকে কোনো দলই কেনার আগ্রহ। প্রকাশ করেনি। কিন্তু এবার সাকিব নিজের ভিত্তিমূল্য ৫০ লাখ কমিয়েছেন। তাই এবার ১ কোটি ৫০ লাখ রুপিতে থাকবে, বাংলাদেশি মুদ্যায় প্রায় ১ কোটি ৮৮ লাখ টাকা।

অন্যদিকে লিটন, তাসকিন ও আফিফের ক্ষেত্রে সেটি ৫০ লাখ রুপি (প্রায় ৬২ লাখ ৬৩ হাজার টাকা)।

এর আগে গত ১ ডিসেম্বর মোট ৯৯১ জন ক্রিকেটারকে আইপিএলের নিলামের প্রাথমিক তালিকায় রাখা হয়। যেখানে বিদেশি ক্রিকেটার ছিলেন ২৭৭ জন। তবে নিলামের চূড়ান্ত তালিকায় থাকা বাংলাদেশি চারজন ছাড়াও আগের তালিকায় ছিলেন শরীফুল ইসলাম ও নাসুম আহমেদ। তবে ৪০৫ জনের চূড়ান্ত তালিকায় তারা বাদ পড়েছেন।

এই ৪০৫ জন ক্রিকেটারকে নিয়ে আইপিএলের পরবর্তী আসরের নিলাম অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর কোচিতে। নিলামের চূড়ান্ত তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে ২৭৩ জন স্থানীয়। বাকি ১৩২ জন বিদেশি ক্রিকেটার, যাদের মধ্যে চারজন সহযোগী দেশগুলোর।

সর্বোচ্চ ৮৭ জন ক্রিকেটারকে ১০টি দল নিলাম থেকে নিতে পারবে। তবে নিলামে দল পাবেন সর্বোচ্চ ৩০ জন বিদেশি ক্রিকেটার। এবার নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি, যে তালিকায় আছেন ১৯ জন বিদেশি ক্রিকেটার। ১ কোটি ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে সাকিব ছাড়াও আছেন ১১ জন ক্রিকেটার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪

জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন : রাষ্ট্রপতি

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীসহ দু’জনকে গুলি করে হত্যা

ওবায়দুল কাদেরের প্রশ্ন; সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)