বুধবার, ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ায় গোলাগুলিতে দুই পুলিশসহ নিহত ৬

news-image

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার একটি প্রত্যন্ত অঞ্চলে সন্ত্রাসীদের গোলাগুলিতে দুই পুলিশ কর্মকর্তাসহ ৬ জন নিহত হয়েছেন। খবর বিবিসির।

পুলিশ জানায়, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড এলাকায় নিখোঁজ এক ব্যক্তিকে উদ্ধার করতে গেলে সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলি চালায়।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, টেলিফোনে ব্রিসবেন থেকে ২৭০ কিলোমিটার পশ্চিমের গ্রাম উইয়াম্বিলা থেকে এক ব্যক্তির নিখোঁজ হওয়ার খবর পান পুলিশ কর্মকর্তারা। স্থানীয় সময় সোমবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে একটি বাড়ির ভেতর থেকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

দীর্ঘক্ষণ অবরোধ করে রাখার পর পুলিশ গুলি চালালে ৩ সন্দেহভাজন নিহত হয়। তবে দুর্বৃত্তদের উদ্দেশ্য অস্পষ্ট রয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই ঘটনাটিকে অস্ট্রেলিয়ার জন্য ‘হৃদয়বিদারক দিন’ বলে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনেজ।

নিউ সা্‌উথ ওয়ালেস পুলিশের অনুরোধের প্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় ঘটনাস্থল এলাকায় যায় কুইন্সল্যান্ডের চার পুলিশ কর্মকর্তা।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ২৯ বছর বয়সী একজন পুরুষ ও ২৬ বছর বয়সী এক নারী পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়াও বেসামরিক এক ব্যক্তিও গুলিতে মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন আরও এক পুলিশ কর্মকর্তা।

কুইন্সল্যান্ডের পুলিশ কমিশনার ক্যাটরিনা ক্যারোল ঘটনাটিকে অকল্পনীয় ট্র্যাজেডি বলে বর্ণনা করেছেন। বহু বছরের মধ্যে একটি একক ঘটনায় বাহিনীর সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা বলে জানিয়েছেন।

মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করার পর তিনি বলেন, সেখান থেকে দুজন জীবিত বেরিয়ে এসেছেন যা একটি অলৌকিক ঘটনা।

 

এ জাতীয় আরও খবর

খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিলেন ফখরুল

খাদ্য কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

‘উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়নে ব্যর্থ’

ইসির নতুন সচিব শফিউল আজিম, জাহাংগীর আলমকে জননিরাপত্তায় বদলি

ঈদগাঁওয়ে প্রথম নির্বাচনেই সহিংসতা, যুবক খুন

সরকারি সংস্থার তথ্য চুরি ও অনলাইনে বিক্রির ঘটনা আতঙ্কজনক: টিআইবি

২৪ ঘণ্টায় প্রায় ৩০০ ফিলিস্তিনি হতাহত

ময়মনসিংহে গর্তে পাওয়া তিন মরদেহ একই পরিবারের, ধারণা পুলিশের

শ্রীপুরে গুলিতে যুবক নিহত

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা

আইপিএলের ফাইনালে কলকাতা

যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হার বাংলাদেশের