শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির ভেন্যু নিয়ে দ্বিধাদ্বন্দ্ব শুক্রবার কেটে যাবে: হারুন

news-image

নিজস্ব প্রতিবেদক : ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশের ভেন্যু নিয়ে যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে তা আগামীকাল (শুক্রবার) কেটে যাবে বলে জানিয়েছেন ডিবি প্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে ডিএমপির সদরদপ্তরের প্রধান ফটকের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, আজ রাতে বিএনপির ৫ সদস্যদের একটি প্রতিনিধিদল ডিএমপির সদরদপ্তরে এসেছিলেন ডিএমপি কমিশনারের সঙ্গে আলোচনা করতে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। ওনারা প্রায় দুই ঘণ্টা ছিলেন। বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে। আলোচনার পরিপ্রেক্ষিতে ওনারা গণসমাবেশের জন্য কমলাপুর স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে চেয়েছেন। এছাড়া আরও একটি ভেন্যুর বিষয়ে আলোচনা হয়েছে, সেটি হলো মিরপুর বাংলা কলেজ মাঠ। এই দুটি ভেন্যুর বিষয়ে দুই পক্ষই একমত হয়েছে, এই দুটি স্থান দেখবো আমরা।

তিনি বলেন, এই দুটির মধ্যে একটি হয়তো ভেন্যু হিসেবে নির্ধারণ হবে বিএনপির গণসমাবেশের জন্য। আমি মনে করি, বিএনপির গণসমাবেশের ভেন্যু নিয়ে যে দ্বিধাদ্বন্দ্ব ছিল সেটি আগামীকাল কেটে যাবে।

বিএনপির গণসমাবেশে নিরাপত্তা দিতে ডিএমপি কতটুকু প্রস্তুত- জানতে চাইলে ডিবি প্রধান বলেন, যে জায়গায়ই ভেন্যু হোক, আমাদের পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা থাকবে। ওনারা (বিএনপি) যেন নিরাপদে অনুষ্ঠান করতে পারে, আমরা সবসময় চেষ্টা করছি। এর আগে আমরা তাদের সোহরাওয়ার্দী উদ্যানের কথা বলেছিলাম। সেখানে আমরা সিকিউরিটি ব্যবস্থা তৈরি করেছিলাম। খোলা মাঠ ছিল, কিন্তু ওনারা ওখানে যেতে রাজি হননি।

‘তারপরও আমরা আন্তরিকতার হাত বাড়িয়ে তাদের সঙ্গে আরও তিনবার মিটিং করে আজকে দুটি ভেন্যু সিলেক্ট করা হয়েছে। এই দুটি ভেন্যু যাচাই-বাছাই করে দুই পক্ষ একমত হয়ে ১০ তারিখে গণসমাবেশ হবে।’

ভেন্যু নির্ধারণের সিদ্ধান্ত আজ রাতেই হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা দুই পক্ষই যাচাই-বাছাই করছি। আজ রাতে না হয় আগামীকাল (শুক্রবার) সকালে আমরা ভেন্যুগুলো দেখবো। এরই মধ্যে আমরা একটি সিদ্ধান্তে উপনীত হয়েছি, এই দুই ভেন্যুর একটিতেই হবে বিএনপির সমাবেশ।

তিনি আরও বলেন, এটি নিশ্চিত পল্টনে বিএনপির গণসমাবেশ হচ্ছে না। রাস্তার মধ্যে করতে দেওয়া হবে না।

ডিএমপির কাছে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবি তুলেছেন বিএনপির নেতারা। এ বিষয়ে প্রশ্ন করা হলে ডিবি প্রধান বলেন, এটা আইনগত বিষয়।

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কোনো সহিংসতার আশঙ্কা আছে কি না, আর হলে তা মোকাবিলায় ডিএমপি প্রস্তুত কি না- জানতে চাইলে তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই আমরা রাস্তায় অনুমতি দেই নি। জনগণের যেন দুর্ভোগ না হয় সেজন্য রাস্তায় আমরা অনুমতি দেইনি।

এ জাতীয় আরও খবর

সালমান শাহ-শাকিব খানের মতোই জয়কে টার্গেট করা হলো : স্ত্রী নীড়

মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে ফিরছে দুই বাংলাদেশির লাশ

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন, হাউমাউ করে কান্না

জাতীয় পার্টির কোনো রাজনীতি নেই: ফিরোজ রশিদ

গরমে সরবরাহ কম, আরও বেড়েছে সবজির দাম

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএনপির ৭৫ নেতা বহিষ্কার

১০ কোটি টাকার অনিয়ম, পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক

‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত’

‘মাশা আল্লাহ’ লিখে যে ‘খোঁচা’ দিলেন মুশফিক

গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী