শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চীনে পুলিশের বাধা পেরিয়ে রাস্তায় বিক্ষোভকারীরা

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস নিয়ন্ত্রণে ফের কঠোর বিধিনিষেধ দিয়েছে চীন সরকার। এ বিধিনিষেধের বিরুদ্ধে দেশব্যাপী চলছে বিক্ষোভ। তৃতীয় দিনের বিক্ষোভ সাংহাইসহ অন্যান্য শহরেও ছড়িয়েছে।

দেশটির সবচেয়ে বড় শহর সাংহাইয়ে শত শত বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর আলজাজিরার।

সম্প্রতি চীনে ব্যাপক হারে ছড়িয়ে পড়া করোনা প্রতিরোধে বিধিনিষেধ চলাকালে একটি অ্যাপার্টমেন্টে আগুন লেগে ১০ জনের মৃত্যু হয়েছে। বিধিনিষেধের কারণেই এই প্রাণহানি ঘটেছে অভিযোগ করেন স্থানীয়রা। এরপরই বিধিনিষেধ তুলে নিতে বিক্ষোভে নামেন মানুষজন।

সাংহাইয়ে এক বিক্ষোভকারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমি এখানে এসেছি কারণ আমি দেশকে ভালোবাসি তবে, সরকারকে নয়। আমি স্বাধীনভাবে বাইরে চলাফেরা করতে চাই কিন্তু পারছি না। এই কোভিড নীতিমালা একটি খেলা। এটি বিজ্ঞান বা বাস্তবসম্মত নয়।’

রবিবার বিকেলে শত শত বিক্ষোভকারী শহরের রাস্তায় জড়ো হন। তাদের হাতে উচু করে ধরা ফাঁকা কাগজ।

সেন্সরশিপের প্রতিবাদের অভিব্যক্তি হিসেবে হাতে উচু করে ধরা ফাঁকা কাগজ। উরুমকি রোডে বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি রয়েছে। এখানেই শনিবার একটি মোমবাতি প্রজ্বলন কর্মসূচি প্রতিবাদে পরিণত হয়েছিল।

রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী পুলিশকে একটি বাসে উঠতে দেখেছেন যা পরবর্তীতে ২৫-৩০ জন লোকের জটলা ছত্রভঙ্গ করে দেয়।

ইউনাইটেড কিংডমের পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে, বিক্ষোভের সংবাদ সংগ্রহ করার সময় বিবিসির এক রিপোর্টারকে লাঞ্ছিত করে পুলিশ এবং তাকে কয়েক ঘণ্টা আটকেও রাখা হয়েছিল।

আমি স্বাধীনতা চাই: রবিবার উহান ও চেংডুর রাস্তায় বিক্ষোভকারীরা অবস্থান নেন। সোমবার সকালে বেইজিংয়ে দুইটি গ্রুপে কমপক্ষে এক হাজার লোক লিয়াংমা নদীর কাছে চাইনিজ ক্যাপিটালের তৃতীয় রিংরোডে জড়ো হন। তারা বিধিনিষেধ বিরোধী বিক্ষোভ প্রদর্শন করেন।

‘আমরা মাস্ক চাই না, আমরা স্বাধীনতা চাই। আমি করোনা শনাক্তকরণ পরীক্ষা চাই না, আমরা চাই স্বাধীনতা’ বলেন এক বিক্ষোভকারী।

 

এ জাতীয় আরও খবর

সালমান শাহ-শাকিব খানের মতোই জয়কে টার্গেট করা হলো : স্ত্রী নীড়

মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে ফিরছে দুই বাংলাদেশির লাশ

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন, হাউমাউ করে কান্না

জাতীয় পার্টির কোনো রাজনীতি নেই: ফিরোজ রশিদ

গরমে সরবরাহ কম, আরও বেড়েছে সবজির দাম

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএনপির ৭৫ নেতা বহিষ্কার

১০ কোটি টাকার অনিয়ম, পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক

‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত’

‘মাশা আল্লাহ’ লিখে যে ‘খোঁচা’ দিলেন মুশফিক

গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী