গত ১০ দিনে সৌদিতে ১২ জনের -শিরচ্ছেদ
অনলাইন ডেস্ক : মাদক অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সৌদি আরব গত ১০ দিনে ১২ জনের মৃত্যুদণ্ড দিয়েছে। এদের মধ্যে ছুরি দিয়ে অনেকের শিরচ্ছেদও করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে এই তথ্য জানানো হয়।
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন পাকিস্তানি, চারজন সিরিয়ান, দুইজন জর্ডানের এবং তিনজন সৌদি আরবের নাগরিক ছিলেন।
এর আগে চলতি বছরের মার্চ মাসে দেশটি ৮১ জনের মৃত্যুদণ্ড দেয়। হত্যা, জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততাসহ বিভিন্ন ধরনের অভিযোগে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।
দুই বছর আগে সৌদি আরব অঙ্গীকার করে, তারা অপরাধীদের এমন সাজা কমাবে। তুরস্কে ২০১৮ সালে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যাকাণ্ডের পর এই অঙ্গীকার করেছিল যুবরাজ সালমান। তবে সম্প্রতি দেশটিতে মৃত্যুদণ্ড আরও বাড়িয়েছে।
সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর সৌদিতে মৃত্যুদণ্ডের সংখ্যা বাড়ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।